পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
দেশের সব কর অঞ্চল মিলে ২৩ লাখ আয়কর রিটার্ন জমা পড়েছে। এসব করদাতার কাছ থেকে তিন হাজার ২০০ কোটি টাকা পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০২১-২২ অর্থবছরে দেশে ৭০ লাখের বেশি টিআইএনধারী করদাতার মধ্যে ৪৭ লাখ করদাতা রিটার্ন জমা দেননি। যারা এখনো দিতে পারেননি, তারা জরিমানাসহ রিটার্ন জমা দিতে পারবেন। এ ছাড়া সময় চেয়ে আবেদন করা করদাতাদের কাছ থেকেও আরো আয়কর রিটার্ন জমা পড়বে।
রাজস্ব বোর্ড সূত্রে জানা গেছে, ২ জানুয়ারি পর্যন্ত মোট রিটার্ন দাখিল হয়েছে ২২ লাখ ৯৯ হাজার ৬২৫টি। ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন দাখিল হয়েছিল ২১ লাখ ৫১ হাজার ৩২৬টি। অর্থাৎ গত বছরের তুলনায় রিটার্ন দাখিলে প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৯০ শতাংশ। ব্যক্তিশ্রেণির আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা বাড়লেও কর আদায় কিছুটা কমে গেছে। এবার রিটার্নের সঙ্গে পরিশোধিত করের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ২৮১ কোটি টাকা। গতবার এসময়ে ২১ লাখ ৫১ হাজার ৩২৬টি রিটার্নের বিপরীতে কর আহরণ হয়েছিল ৪ হাজার ১০ কোটি টাকা। গতবারের তুলনায় রিটার্ন ১ লাখ ৪৮ হাজার বাড়লেও কর আদায় কমে গেছে ৭২৯ কোটি টাকা অর্থাৎ ৯ শতাংশ।
গত ২ জানুয়ারি পর্যন্ত ই-রিটার্ন দাখিল হয়েছে ৬১ হাজার ২০৩টি। ই-রিটার্ন প্রস্তুতের সংখ্যা ছিল ৬৯ হাজার ৭৪৫টি। আর ই-রিটার্ন নিবন্ধনের সংখ্যা ছিল ১ লাখ ৫ হাজার ৫২১টি। জানা গেছে, রিটার্ন জমার সময় বাড়ানোর আবেদন করেছেন ৩ লাখ ৬২ হাজার ২৮২ জন করদাতা। নিয়মানুযায়ী, নির্ধারিত সময় পার হওয়ার পর করদাতা আবেদন করতে পারেন, যাকে বলা হয় রিট পিটিশন। আবেদন নিষ্পত্তি হতে ৩ থেকে ৬ মাস সময় লাগে। এর ফলে রিটার্ন জমার চ‚ড়ান্ত হিসাব পাওয়া যাবে আগামী জুনের পর। গতবার আবেদনসহ রিটার্ন জমা পড়েছিল প্রায় ২৪ লাখ ৩১ হাজার।
ব্যক্তিশ্রেণির আয়কর রিটার্ন জমার শেষ সময় ছিল ৩০ নভেম্বর। করোনা পরিস্থিতিতে ও ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে তা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। শেষ দুই দিন সরকারি ছুটি থাকায় ২ জানুয়ারি পর্যন্ত রিটার্ন জমা দেওয়ার সময় আরও এক দিন বাড়ায় রাজস্ব বোর্ড। এনবিআরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে টিআইএন ধারীর সংখ্যা ৭০ লাখের বেশি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।