Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে খুন

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২২, ১২:০২ এএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শান্তিনগর গ্রামে বৃদ্ধা জোহারা খাতুনকে কুপিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। প্রতিপক্ষের লোকজন নয়, নিজের ছেলেই বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করে। এরপর প্রতিপক্ষকে ফাঁসাতে হত্যাকান্ডের নাটক মঞ্চস্থ করে। ৩৬ বছর ধরে চলা জমি নিয়ে বিরোধের জের ধরেই প্রতিপক্ষকে ফাঁসাতে এই হত্যাকান্ড ঘটানো হয়। নিহত জোহরা এ গ্রামের প্রয়াত রশিদ খাঁর স্ত্রী।

গতকাল সোমবার গ্রেফতারকৃত জামির খাঁ ব্রাহ্মণবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জহিরুল ইসলামের আদালতে হত্যাকান্ডের আদ্যপান্ত বর্ণনা দিয়ে দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন। গত রোববার জোহরাকে নিজ বাড়িতে কুপিয়ে হত্যা করা হয়। এ নিয়ে আখাউড়া থানায় হত্যা মামলা হয়।
স্থানীয় সূত্র জানায়, প্রয়াত রশিদ খাঁর পরিবারের সাথে প্রতিবেশী আত্মীয় বজলু খাঁর পরিবারের জায়গা নিয়ে বিরোধ ছিলো। সম্প্রতি আদালত রশিদ খাঁর পক্ষে রায় প্রদান করে। এরপর পরিবারের লোকজন জায়গাটি দখলে নিয়ে সীমানা প্রাচীর নির্মাণ করে। গত রোববার দুপুরে জায়গার সীমানা প্রাচীর ভেঙে ফেলে প্রতিপক্ষের লোকজন। পরে তারা রশিদ খাঁর বাড়িতে হামলা করে।
ঘটনার পর হত্যাকান্ডে ব্যবহৃত দা জামিরের ঘর থেকে উদ্ধার করে। পরে পুলিশ জামিরকে গ্রেফতারের পর হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। পুলিশ জানায়, ঘাতক ছেলে হত্যাকান্ডের দায় স্বীকার করে ব্রাহ্মণবাড়িয়া আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ