Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দীর্ঘ সময় আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই উন্নয়ন দৃশ্যমান : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২২, ২:০০ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দীর্ঘ সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই দেশের উন্নয়ন দৃশ্যমান হচ্ছে, মানুষও সেই উন্নয়নের সুবিধা পাচ্ছে।

রোববার (২ জানুয়ারি) সকালে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জাতিসংঘ কর্তৃক উন্নয়নশীল দেশের স্বীকৃতি উদযাপন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, মানুষের সুন্দর জীবন নিশ্চিতে যেকোনো ধরনের প্রতিবন্ধকতা রুখে দিতে প্রস্তুত আওয়ামী লীগ সরকার। দেশ উন্নয়নে স্বাধীনচেতা হলেই অনেক বাঁধা-বিপত্তি আসে মন্তব্য করে তিনি বলেন, সব বাঁধা পদদলিত করেই উন্নয়নের পথে এগিয়ে যাবে বাংলাদেশ।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস গতি কিছুটা থামিয়ে দিলেও, থমকে যায়নি বাংলাদেশ বরং অনেক দেশকে ছাড়িয়ে অর্থনৈতিক গতিধারায় এগিয়ে আছে ছোট্ট বাংলাদেশ। এরই মধ্যে মাথাপিছু আয়, অর্থনৈতিক প্রবৃদ্ধিসহ অনেক পরিসংখ্যানেই এগিয়ে থাকা বাংলাদেশের স্বীকৃতিও মিলেছে জাতিসংঘের কাছ থেকেও।

গেল নভেম্বর, বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের কাতার থেকে উত্তরণের সুপারিশ করে জাতিসংঘের সাধারণ পরিষদ। আর এর মাধ্যমে উন্নয়নশীল দেশের পথে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল দেশটি।

জাতিসংঘের এমন স্বীকৃতি উৎযাপন আনুষ্ঠানিকতায় লক্ষ্য পূরণের প্রতিশ্রুতি জানান বাংলাদেশ সরকার প্রধান। তিনি বলেন, শত বছরের উন্নয়ন পরিকল্পনাও করছে সরকার।



 

Show all comments
  • ম নাছিরউদ্দীন শাহ ২ জানুয়ারি, ২০২২, ৩:৫৯ পিএম says : 0
    বিশ্বের মাঝে আত্মমর্যাদাশীল সম্মানজনক জাতীর গর্ববোধ নিয়ে বাংলাদেশের পরিচিতি উন্নয়নশীল শক্তিশালী অর্থনৈতিক বাংলাদেশ। এই ক‍্যারেশম‍্যাটিক লিডারশিপ পদ্ধাসেতুর বিরাট আন্তর্জাতিক চ‍্যালেঞ্জ দক্ষ বিচক্ষন সাহসী সিদ্ধান্ত দিনরাত পরিশ্রমআপনার বিশালাকার ব‍্যাক্তিত্বের ভীশনারি মহাপরিকল্পনা বাংলাদেশ দক্ষিণ এশিয়াই বিশ্বের মাঝে বিষ্ময়কর অভাবনীয় উন্নয়ন অগ্রগতির নব দিগন্তের সুচনা হয়েছে। শক্তিশালী দেশ অর্থনৈতিক পরাশক্তি হতে ঐক্যবদ্ধ জাতির প্রযোজন। আপনি ইতিমধ্যে বিশ্বের প্রভাবশালী নেতাদের একজন দক্ষিণ এশিয়ার শক্তিশালী নেতা। বাংলাদেশের ইতিহাসে শতাব্দীর পর শতাব্দী শক্তিশালী বাংলাদেশ উন্নয়নশীল বাংলাদেশের প্রতিষ্টাতা গর্বিত আপনার নাম স্বর্না অক্ষর লিপিবদ্ধ থাকবে। ইতিমধ্যে আপনার লিডারশিপের উন্নয়নের বিরুদ্ধে দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের চক্রান্ত শুরু হয়েছে। চীন ভারত আমেরিকার রাজনীতি বানিজ‍্য যুদ্ধ দীর্ঘদিনের। এই যুদ্ধের কুটনৈতিক খেলাই বাংলাদেশের বিরুদ্ধে আমেরিকা গনতন্ত্র মানবধিকার মত গুরুত্বপূর্ণ বিষয়ে আইন শৃংখলা বাহিনীর বিরুদ্ধেনিষেধাজ্ঞা দেশে আন্তর্জাতিক ভাবেই বাংলাদেশের মর্যাদা সম্মান নষ্ট করেছেন। অথচ আমেরিকা মধ‍্যপ্রার্চের মাঠিকে গনতন্ত্রের মানবধিকারের কবরস্থান বানিয়েছেন। আমেরিকাআফগানিস্তানে মাঠিকে গনতন্ত্রের কবরস্থান বানিয়ে চলে গেছেন। পৃথিবীতে একদিকে শান্তির মন্ত্র পড়াবেন আবার লক্ষ লক্ষ ডলার সাহায্য করবেন নিজে তার মিত্র ইসরাইল দিয়ে যখন তখন মধ‍্য প্রার্চে বিমান হামলা চালিয়ে গনতন্ত্রের শিক্ষক সাজবেন। ফিলিস্তিনের উপর জঘন্যতম হামলা এটিকোন গনতন্ত্রের মন্ত্র । মুসলমানদের প্রথম কেবলা গাজা অবরোধ এটি আমেরিকার অর্থে অস্ত্রে সজ্জিত ইসরাইলের গনতন্ত্র। গনতন্ত্রের ইজারাদার গনতন্ত্র সম্মেলনে আযোজন করেছিলেন। ঐ সম্মেলন বিশ্বের গনতন্ত্র মানবধিকার হত‍্যাকারী জবরদখল কারী ইসরাইল আমন্ত্রিত অতিথি। এটি আমেরিকার গনতন্ত্রের সৌন্দর্যের নাম। মাননীয় প্রধানমন্ত্রী আপনি অত্যন্ত দক্ষতার সাথে বিচক্ষন কুটনৈতিক দাবার খেলার মত তান্ডা মাথায় এগিয়ে যাবেন। আশাবাদী আপনার শারীরিক সুস্থতা দীর্ঘায়ু কামনায়। আমিন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ