Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এসএসসিতে উত্তীর্ণদের অভিনন্দনে ভাসালো ফেসবুক

মূল্যায়ন পদ্ধতির সমালোচনা ও শিক্ষার গুণগত মান নিয়ে প্রশ্ন

সোশ্যাল মিডিয়া ডেস্ক | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২১, ৮:০৩ পিএম

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের খবর ও উত্তীর্ণদের অভিনন্দনে ভাসছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। যাদের আপনজন পরীক্ষায় ভালো ফল করেছেন তাদের অভিনন্দন জানিয়ে পোস্ট দেন অনেকেই।

অন্যদিকে প্রতি বছর শুধু পাসের হারই বাড়ে কিন্তু শিক্ষার গুণগত মান বেড়েছে কিনা সেই প্রশ্নই তুলেছেন অনেকেই। একইসাথে এবারের মূল্যায়ন পদ্ধতি নিয়েও সমালোচনা করেন কেউ কেউ।

এবার নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ড মিলে এবার পাসের হার ৯৩.৫৮। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষাবোর্ডে পাসের হার ৯৪.০৮।বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার সকালে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ এবং শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণ উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করা হয়।

আবিদ মাহমুদ এসএসসিতে উত্তীর্ণদের অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘‘এসএসসি ও সমমানের পরীক্ষা দেওয়া সকল ছোট ভাইবোনদের জন্য দোয়া রইলো। আল্লাহ যেনো তাদের মনের আশা পূরণ করে একটি ভালো রেজাল্ট দান করে।’’

নিজ ছাত্রছাত্রীদের ফল প্রকাশ করে অভিনন্দন জানিয়ে রাজিব আহমেদ লিখেন, ‘‘তোমাদের ফলাফলে আমি খুবই আনন্দিত। সবসময় তোমাদের জন্য দোয়া করি মন থেকে,নামাজ পড়ে ও দোয়া করি। তোমাদের নিরলস পরিশ্রম এর সুফল তোমরা পেয়েছ। আশা করি এই ধারাবাহিকতা বজায় রাখবে।তবে মনে রাখবে,ফলাফল থেকেও মূল্যবান ভালো মানুষ হওয়া। আমি দোয়া করি তোমরা যেন ভালো মানুষ হও।আমিন।’’

পাসের হারের সাথে কি শিক্ষার গুণগত মান বাড়ছে?- এমন প্রশ্ন তুলে আয়েশা সিদ্দিকা মনি লিখেছেন, ‘‘প্রতি বছর শুধু পাসের হারই বাড়ে কিন্তু শিক্ষার গুনগত মান তো আর বাড়ে না। বাংলা, অংক, ইংরেজির মত মেজর সাবজেক্ট বাদ দিয়ে গ্রুপের সাবজেক্টে পরীক্ষা নিলে পাসের হার তো বাড়বেই। কিন্তু তা দ্বারা শিক্ষার প্রকৃত মান যাচাই করা মোটেই সম্ভব না।’’

ফেসবুকে কেউ কেউ এবারের মূল্যায়ন পদ্ধতির সমালোচনা করতে দেখা গেছে। সমালোচকদের একজন সৌরভ কুমার লিখেছেন, ‘‘একজন জেএসসি স্টুডেন্ট বাংলা, ইংরেজি, অংকে যা পেয়েছি এসএসসি'তে সেটাই মার্ক করে রেজাল্ট দেওয়া হয়েছে।হয়তো সে স্টুডেন্ট এসএসসি'তে এসে ভালো করতো। এমন অনেক স্টুডেন্ট আছে যারা জেএসসি'র পর ঘুরে দাঁড়ায়। কিন্তু জেএসসি'র রেজাল্ট (বাংলা, ইংরেজি, অংক) দিয়ে স্টুডেন্ট'কে জাজ করা ঠিক হয় নিই। এতে অনেকের রেজাল্ট খারাপ এসেছে।রেজাল্ট গঠনের ক্ষেত্রে নীতিনির্ধারকদের আরো একটু চিন্তা ভাবনা করা লাগতো হয়তো।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ