Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পল্লী সঞ্চয় ব্যাংকে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২১-২২ বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২১, ৫:০০ পিএম

পল্লী সঞ্চয় ব্যাংকের প্রশিক্ষণ কক্ষে আজ জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২১-২২ বাস্তবায়নে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উক্ত কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করেন ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান এবং অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো: আকরাম-আল-হোসেন।

ব্যাংকের চেয়ারম্যান মো: আকরাম-আল-হোসেন মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে প্রতিষ্ঠিত পল্লী সঞ্চয় ব্যাংকের প্রত্যেকটি শাখা, জেলা (আঞ্চলিক) কার্যালয় এবং প্রধান কার্যালয়ে সুশাসন প্রতিষ্ঠা ও শুদ্ধাচার চর্চার মাধ্যমে ব্যক্তি, প্রতিষ্ঠান, উপকারভোগী সর্বোপরি রাষ্ট্রের কল্যাণ সাধনে প্রত্যেককে কাজ করার আহ্বান জানান। অপরদিকে ব্যবস্থাপনা পরিচালক নীতি, নৈতিকতা ও মূল্যবোধের মাধ্যমে পল্লী সঞ্চয় ব্যাংকে শুদ্ধাচার এবং সুশাসন নিশ্চিত করে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সততার সাথে নিরলসভাবে কাজ করার আহ্বান জানান।

ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো: শহিদুল ইসলাম এবং মহাব্যবস্থাপক দীপংকর রায় । কর্মশালায় ব্যাংকের বিভিন্ন পর্যায়ের পঞ্চাশ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ