Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের কোভিড ১৯ প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের প্রশংসাপত্র

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২১, ৪:৫৮ পিএম

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) ২০২০-২০২১ অর্থবছরে কোভিড ১৯ CMSME প্রণোদনা প্যাকেজ সফলভাবে বাস্তবায়নে শীর্ষস্থান অর্জনের জন্য বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে প্রশংসাপত্র পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর ফজলে কবির ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক জনাব আরিফ কাদরীর নিকট প্রশংসাপত্র হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায়, বিশ্বব্যাপী মহামারী কোভিড-১৯ মোকাবেলা এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড ও ব্যবসায়িক পরিবেশ পুনরুজ্জীবিত করতে কুটিরশিল্পসহ ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানসমূহের (CMSME) সুবিধার্থে একটি আর্থিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড CMSME প্রণোদনা প্যাকেজের শতভাগ বাস্তবায়ন করে প্রথম পর্যায়ে ১,২৫০ কোটি টাকা বিতরণ করেছে যা ব্যাংকিং অঙ্গনে সর্বোচ্চ।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড দেশের বৃহত্তম বেসরকারী বাণিজ্যিক ব্যাংক নিরলসভাবে কর্পোরেট, এসএমই, আরএমজি এবং অন্যান্য ব্যাংকিং পণ্য ও পরিষেবাগুলিতে অবদান রেখে চলেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ