Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশে দিনের ভোট রাতে হচ্ছে : রব

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২১, ১২:০১ এএম

জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, বাংলাদেশে গুরুতর মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, দিনের ভোট রাতে হচ্ছে, উন্নয়নে নামে দুর্নীতি ও অপচয় হচ্ছে, এসব গভীর সত্যকে অস্বীকার করা কোন ক্রমেই গ্রহণযোগ্য নয়। বাংলাদেশে মানবাধিকার এবং ভোটাধিকার লঙ্ঘন এই মুহুর্তের অমোঘ সত্য।
গতকাল রাজধানীর উত্তরায় দলের স্থায়ী কমিটির সভায় তিনি এসব কথা বলেন। আ স ম রব বলেন, সত্যকে স্বীকার করে অন্যায় বা অপশাসন দূর করার মানসিকতা সরকারের নেই। মানবাধিকার লঙ্ঘনে জাতিসংঘসহ বিভিন্ন রাষ্ট্র বা প্রতিষ্ঠানের উত্থাপিত অভিযোগ স্বীকার করার ন্যূনতম নৈতিক সাহস সরকার দেখাতে পারেনি। ফলে রাষ্ট্র ক্রমাগত ভয়াবহ সঙ্কটে নিপতিত হচ্ছে।
তিনি বলেন, ভ‚-রাজনীতিতে দেশের গুরুত্ব হারাচ্ছে এবং সত্য ও নৈতিকতা থেকে সমাজ ও রাষ্ট্র বিচ্যুত হচ্ছে। এ ধরনের সরকারি সংস্কৃতি রাষ্ট্রীয় অস্তিত্বকে ঝুঁকিপূর্ণ করে তুলবে। সুশাসন ও গণতন্ত্রের মাঝেই মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের অস্তিত্ব নির্ভর, এ মৌলিক শর্ত উপেক্ষা করে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে রাষ্ট্রকে দুর্বৃত্তদের হাতে সমর্পণ করে দেয়ার নাম মুক্তিযুদ্ধের চেতনা নয়। এ রাজনৈতিক সঙ্কট উত্তরণের একমাত্র বিকল্প হচ্ছে জাতীয় ঐক্য মতের ভিত্তিতে জাতীয় সরকার গঠন করা।
সভায় জেএসডির নেতাদের মধ্যে আরো বক্তব্য রাখেন- অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, মো. সিরাজ মিয়া, তানিয়া রব, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ