Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসি গঠনে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না আলোচনা সভায় নানক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২১, ১২:০০ এএম


 নির্বাচন কমিশন (ইসি) গঠন প্রক্রিয়া এগিয়ে যাওয়ার পথে কোনো বাধা বা ষড়যন্ত্র সহ্য করা হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য অ্যাড. জাহাঙ্গীর কবির নানক। বিএনপিকে উদ্দেশ্যে করে তিনি বলেন, নির্বাচন কমিশন (ইসি) নিয়ে প্রেসিডেন্ট আপনাদের আমন্ত্রণ জানিয়েছেন, যাবেন কি যাবেন না আপনাদের সিদ্ধান্ত। কিন্তু এই নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া প্রেসিডেন্টের উদ্যোগে এগিয়ে যাবে, এই এগিয়ে যাওয়ার পথে কোনো বাধা বা ষড়যন্ত্র সহ্য করা হবে না।

গতকাল রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিবি) মিলনায়তনে মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যের তিনি এ কথা বলেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, স্বাধীনতার পর ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশ যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছিলো তখনও ষড়যন্ত্র করা হয়েছিল। ওরা, মেনে নিতে পারেনি। প্রতিশোধের জন্য ওরা ষড়যন্ত্র করেছে। বঙ্গবন্ধুকে হত্যার পর খুনিদের রাজত্ব কায়েম হয়েছিল। সেই খুনিদের রাজত্ব কায়েম করেছিল মুক্তিযুদ্ধের ভেতরে পাকিস্তানি অনুচর ঢুকে পড়া জেনারেল জিয়া। তার পথ ধরে জেনারেল এরশাদ, জিয়ার স্ত্রী খালেদা জিয়া বাংলাদেশকে আবার পাকিস্তান বানানোর ষড়যন্ত্র করেছে।

তিনি বলেন, আজকে বীর মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ভোট ও ভাতের অধিকার পেয়েছেন। বীর মুক্তিযোদ্ধারা রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন ধরনের মর্যাদা পাচ্ছেন। বঙ্গবন্ধু সরকারকে উৎখাত করা হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্য দিয়ে। আজকে বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। আর তখনি শুরু হয়েছে ষড়যন্ত্র।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য আবদুর রহমান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর প্রমুখ।

 

 



 

Show all comments
  • মোহাম্মদ দলিলুর রহমান ২৯ ডিসেম্বর, ২০২১, ২:১৫ এএম says : 0
    1×1×01=সমান=চাপা বাজী বহু হয়েছে,সেই দিন ভুলে যান ,আবার মানুষ হও,নির্বাচনের জন্য নিরপক্ষ নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন দিয়ে সুস্থ ভাবে ক্ষমতায় এসে এই সমস্ত চাঁপা বাজি কথা বলিও ,এই দেশটি কাহারও এককভাবে নয় কারো বাবার সম্পদ ও নয় যে একজনে ইশারায় সব চলবে,এই দেশ জনগনের ইশারায় চলবে ,আইন করে নিরপক্ষ নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন দাও,নয়তো ভারতে চলে যাও যদি নিরপক্ষ নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন না দিয়ে চালাকি করতে চাও জেনে রাখ মরতে হবে,জনগণ সব চাঁপা বাজি বুজে,নিজেকে নিজে কাপতান ভেবে লাভ হবে না ,শুধু সময়ের অপেক্ষা এত মিষ্টি খেতে আর চেষ্টা করিও না,তোমরা মনে করিতেছেও যে তোমাদের দলীয় রাষ্ট্রপতি সংলাপের সমাধান দিতে পারবে,সে তোমাদের দলীয় রাষ্ট্রপতি,সে যে নিরপক্ষ রাষ্ট্র পতি নয় জনগণ তাহা ভালো করেই জানে,দেখ ভাই হতাহতের ঘটনা করিতে মোটেই চেষ্টা করি ও না,যদি এই আশা থেকে থাকে পরবতীর্তে পালাইবার রাস্তা পাইবানা,আর গাদদারী করলে জনগণ পিঠের চামড়া রাখবে না,সাবধান সাবধান সাবধান।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ