পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর মতিঝিলে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের কনস্টেবল শিমুল আহমেদের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীম রিমান্ডের এই আদেশ দেন।
এ দিন তাকে আদালতে হাজির করে মতিঝিল থানার ধর্ষণ মামলায় তিনদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন। ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গত সোমবার সন্ধ্যায় কনস্টেবল শিমুল আহমেদকে আটক করা হয় এবং রাতে তার বিরুদ্ধে এই মামলা দায়ের হয়।
মতিঝিল থানার এসআই জহুরুল ইসলাম জানান, এজিবি কলোনির একটি বাসায় থাকতো ওই কিশোরী। কনস্টেবল শিমুলের দুই মাস ধরে তার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। কিশোরীর বাবা-মা দুজনই চাকরি করেন। ঘটনার দিন বাসায় একা থাকায় শিমুল তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ তার পরিবারের।
এসআই আরও বলেন, ভুক্তভোগী ওই কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।