Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কামরুজ্জামান খান ছিলেন দেশপ্রেমিক জনদরদী নেতা : মুসলিম লীগ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২১, ১২:০০ এএম

 মরহুম এএইচএম কামরুজ্জামান খান ছিলেন আমৃত্যু একজন আপোষহীন দেশ প্রেমিক জনদরদি নেতা। রাজনীতির অঙ্গন ছাড়াও সামাজিক বিষয়ে তার অবদান সর্বমহলে স্বীকৃত। গতকাল মঙ্গলবার বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল এর মরহুম সভাপতি এএইচএম কামরুজ্জামান খানের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা একথা বলেন। দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী সভাপতি এবিএম ফাখরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, কামরুজ্জামান খান কখনোই অন্যায়ের কাছে আত্মসমর্পন করেননি। কোন কিছুই তাঁকে আদর্শ বিচ্যুত করতে পারেনি। জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত তিনি দেশ, জাতি ও সমাজের উন্নয়নে নিরলসভাবে কাজ করে গেছেন। তিনি ছিলেন দেশপ্রেমিক জনতার আদর্শ। আলোচনা সভায় বক্তব্য রাখেন দলীয় মহাসচিব এডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, সহ-সভাপতি এডভোকেট আখতার জাহান রুকুত, চেয়ারম্যান আজিজুর রহমান লিটন, সরওয়ার-ই-আলম খান ও নবী চৌধুরী, সহ-সম্পাদক মোশাররফ হোসেন তারা, দলীয় নেতা আবুল হোসেন ও জিয়াউর রহমান জিয়া প্রমুখ। আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ