পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ন্যাশনাল ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন হোসেন আখতার চৌধুরী। এরআগে তিনি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে ইন্টারন্যাশনাল ডিভিশনে ডিভিশনাল হেড হিসেবে কর্মরত ছিলেন। হোসেন আখতার চৌধুরী ১৯৮৯ সালে আইএফআইসি ব্যাংকে শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করে ১৯৯৫ সাল পর্যন্ত সেখানে কর্মরত ছিলেন। পরবর্তীতে তিনি প্রাইম ব্যাংক, ওয়ান ব্যাংক, সাউথইস্ট ব্যাংক ও ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। চৌধুরী ২০০৯ সালে ন্যাশনাল ব্যাংক লিমিটেড এ ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগদান করেন। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে তিনি ন্যাশনাল ব্যাংকের বিভিন্ন শাখায় ব্যবস্থাপকসহ প্রধান কার্যালয়ের ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট-৩, ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশন, হিউম্যান রিসোর্স ডিভিশন এবং সর্বশেষ ইন্টারন্যাশনাল ডিভিশনে ডিভিশনাল হেড হিসেবে দায়িত্ব পালন করেছেন। হোসেন আখতার চৌধুরী ঢাকা বিশ^বিদ্যালয় থেকে লোক প্রশাসনে সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি দেশে-বিদেশে অনেক পেশাগত প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণ করেছেন। ব্যক্তি জীবনে তিনি দুই পুত্র সন্তানের জনক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।