Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিসিএসের ফল পুনর্মূল্যায়নসহ দুই দফা দাবি

বিশ্ববিদ্যালয় রিপোর্টার : | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২১, ১২:০০ এএম

৪০তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়ন এবং পরবর্তী বিসিএস পরীক্ষাগুলোতে প্রাপ্ত নম্বরসহ ফলাফল প্রকাশের দাবি জানিয়েছে ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়ন চাওয়া চাকরিপ্রত্যাশীরা। গতকাল মোঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে তারা এসব দাবি জানান।
সম্মেলনে ফলাফল পুনর্মূল্যায়ন চাওয়া চাকরি প্রত্যাশী জুবায়ের আহমেদ বলেন, বাংলাদেশ উন্নয়নের দিকে ধাবমান। কিন্তু পিএসসি’র পরীক্ষার ফলাফল পদ্ধতি আগের মতো। যেখানে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর দেয়া হয় না। যার কারণে একজন পরীক্ষার্থীর নিজেকে সংশোধন করার এবং নতুনভাবে প্রস্তুত করার উপায় থাকে না।

তিনি প্রশ্ন তুলে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান পরীক্ষার সাথে নাম্বার সহ ফলাফল প্রদান করে। তাহলে বিসিএসের ক্ষেত্রে কেন প্রাপ্ত নাম্বার সব ফলাফল প্রকাশ করা হবে না। ডিজিটাল বাংলাদেশে সবকিছু ডিজিটাল হওয়ার পরেও কেন অবজ্ঞার স্বীকার আমরা চাকরিপ্রত্যাশীরা?

একটি লিখিত বক্তব্যে বলা হয়, গত ২৭ জানুয়ারি ৪০তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। উক্ত তালিকায় ওএমআর ওভারল্যাপিং অথবা টেকনিক্যাল ত্রæটির কারণে ফলাফল প্রত্যাশীরাও অপ্রত্যাশিতভাবে বাদ পড়ে। এরই প্রেক্ষিতে গত ১ ও ২ ফেব্রæয়ারি আলাদা তালিকাসহ দুটি আবেদন পত্র দাখিল করলেও কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। পরবর্তীতে তারা বিষয়টি নিয়ে আদালতের স্মরণাপন্ন হয়।

সুমন নামের একজন বলেন, আমরা খুব ভালো পরীক্ষা দিয়েছিলাম। কিন্তু কারিগরি ত্রæটির কারণে আমরা আমাদের প্রত্যাশিত রেজাল্ট পাইনি। আমরা পিএসসির চেয়ারম্যান বরাবর আবেদনপত্র দিয়েছিলাম। কিন্তু আমরা কোন সাড়া পাইনি। যার কারণে আমরা মহামান্য আদালতের স্বরণাপন্ন হয়েছি। আমি আশা করছি আদালত আমাদের মতো বঞ্চিতদের পক্ষে রায় দিয়ে দৃষ্টান্ত স্থাপন করবেন।###

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ