পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ অবশ্যই গ্রহণ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) মহাপরিচালক আনোয়ার হোসেন চৌধুরী। তিনি বলেন, বর্তমান সরকার এ চ্যালেঞ্জকে অত্যন্ত গুরুত্বসহকারে নিয়েছে। প্রযুক্তিগত উৎকর্ষতার সঙ্গে সঙ্গে পৃথিবীজুড়ে শিক্ষা, শিল্প, বাণিজ্য ও অর্থনীতিসহ জীবনের সর্বক্ষেত্রে যে পরিবর্তন ঘটছে, আমাদের সে পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। এক্ষেত্রে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণে সরকার বদ্ধপরিকর।
গতকাল চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় বিটাকের প্রস্তুতি পর্যালোচনা শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। বিটাক মহাপরিচালক বলেন, এ সেমিনারে বিটাকের প্রকৌশলী, তথ্য-প্রযুক্তি খাতের সফল উদ্যোক্তা এবং বিশেষজ্ঞরা একত্রিত হয়েছেন। তারা চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় বিটাকের প্রস্তুতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করবেন।
সেমিনারের মূল বক্তা হিসেবে টালিখাতা ও শিওর ক্যাশের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শাহাদাত খান বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের ধারণা অনেক বিস্তৃত। ইন্টারনেট অব থিংস, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, অ্যাডভান্স রোবটিক্স, বিগ ডেটা, ক্লাউড কম্পিউটিং, সাইবার সিকিউরিটি, অগমেন্টেড রিয়েলিটি, ভার্চুয়্যাল রিয়েলিটি-এসব ধারণার সম্মিলন হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লব। এর প্রতিটি ক্ষেত্রেই কাজের অনেক সুযোগ রয়েছে। বাস্তবতা ও প্রয়োজনীয়তার নিরিখে নির্ধারণ করতে হবে কে কোন ক্ষেত্রে কাজ করবে।
বিটাকের টুল অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের (টিটিআই) সেমিনার কক্ষে দিনব্যাপী এ সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বিটাক পরিচালক (সদর দপ্তর) ড. সৈয়দ মো. ইহসানুল করিম। আলোচক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি ড. শামিম আহমেদ দেওয়ান।
বিটাক পরিচালক (প্রকল্প পরিচালক) ড. মো. জালাল উদ্দিনের সঞ্চালনায় সেমিনারে আরও উপস্থিত ছিলেন আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালেয়র মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আজিজুর রহমান ও বিএমআইটির অতিরিক্ত পরিচালক মীর খাইরুল ইসলাম প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।