Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হৃদয়ে বঙ্গবন্ধু গ্রন্থের মোড়ক উন্মোচন করলো ২৫তম বিসিএস ফোরাম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০২১, ১২:০০ এএম

হৃদয়ে বঙ্গবন্ধু স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করলো ২৫ তম বিসিএস ফোরাম। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মিলনায়তনে ২৫ তম বিসিএস ফোরামের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ২৫ তম বিসিএস ফোরাম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
এতে বলা হয়, উক্ত সভায় পানি সম্পদ উপমন্ত্রীর একান্ত সচিব এবং উপসচিব মো, কামরুল আহসান তালুকদার পিএএ এবং রাজশাহীর ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল শরীফ লতিফকে যথাক্রমে সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসাবে পুনরায় নির্বাচিত করা হয়। একইসাথে ২০১৯-২০ কার্যনির্বাহী কমিটিকে ২০২১-২২ মেয়াদের জন্য পুনঃনির্বাচিত করা হয়। সভায় সিনিয়র সহকারী কমিশনার কামরুন্নাহার এবং উপসচিব ইশরাত জাহানের অকাল প্রয়ানে শোক প্রস্তাব গৃহীত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ