পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি সৈয়দ আবু কাওসার মো. দবিরুশ্বানের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার তাকে মিরপুর শহীদবুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।এ তথ্য জানিয়েছেন মরহুমের ছেলে সৈয়দ মুকিত আহমেদ।
এর আগে রোববার বিকেলে বিচারপতি সৈয়দ আবু কাওসার মো. দবিরুশ্বান (৭৬) রাজধানীর ধানমন্ডির একটি হাসাপাতালে ইন্তেকাল করেন (‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্র জানায়, স্ট্রোকের কারণে গত ২৬ অক্টোবর অবসরপ্রাপ্ত এই বিচারপতিকে হাসপাতালে ভর্তি করা হয়। চারদিন আইসিইউতে ছিলেন। ২২ ডিসেম্বর পর্যন্ত ছিলেন কেবিনে। আবারও অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে বিকেল সাড়ে ৪টার দিকে তিনি ইন্তেকাল করেন।
বিচারপতি সৈয়দ আবু কাওসার মো. দবিরুশ্বান ১৯৪৫ সালে জন্মগ্রহণ করেন। ২০০৪ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অস্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। দুই বছর পর স্থায়ী হন। ২০১২ সালের ১ জানুয়ারি হাইকোর্ট বিভাগ থেকে তিনি অবসর নেন। বিচারপতি সৈয়দ আবু কাওসার মো. দবিরুশ্বানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।