Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ সন্ধ্যায় দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০২১, ১০:১৪ এএম

মালদ্বীপে ছয় দিনের রাষ্ট্রীয় সফর শেষে আজ সোমবার সন্ধ্যায় দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মালদ্বীপ সময় সোমবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি মালদ্বীপের ভেলেনা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এমএম ইমরুল কায়েস আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী ফ্লাইটটি ঢাকার স্থানীয় সময় সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
উল্লেখ্য, মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহর আমন্ত্রণে গত ২২ ডিসেম্বর মালে পৌঁছান প্রধানমন্ত্রী। ২৩ ডিসেম্বর তাঁর সফরের দ্বিতীয় দিনে, যোগ্য স্বাস্থ্য পেশাদারদের নিয়োগ এবং যুব ও ক্রীড়া উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে দুটি সমঝোতা স্মারক এবং দ্বৈত আয়কর বিলোপের জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
এ ছাড়াও বাংলাদেশ ও মালদ্বীপের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে স্বাস্থ্যসেবা ও চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে একটি সমঝোতা স্মারক (এমওইউ) নবায়ন করা হয়েছে। দ্বিপাক্ষিক আলোচনা এবং উপকরণ হস্তান্তর অনুষ্ঠানের পর একটি যৌথ ইশতেহার ঘোষণা করা হয়।
২৪ ডিসেম্বর মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন।



 

Show all comments
  • ম নাছিরউদ্দীন শাহ ২৭ ডিসেম্বর, ২০২১, ৩:২৮ পিএম says : 0
    বিশ্বের মাঝে এইপ্রথম বারের মত মর্যাদাপূন‍্য আত্মীমর্যাদাশীল মাথাউচু করে বাংলাদেশের কোন রাষ্ট্র প্রধান বিদেশের মাঠিতে শক্তিশালী অর্থনৈতিক রাষ্ট্রের নেতার গর্বিত সফর। বাংলাদেশে কে এভাবেই বিশ্বের মাঝে এই জাতি কে সম্মান মর্যাদার আসনে নিয়ে গেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। বাংলাদেশ কে উন্নয়নশীল স্বনামধন্য স্বনির্ভর বাংলাদেশের প্রতিষ্টা করে প্রতিযোগিতামূলক বিশ্বে বাংলাদেশ উন্নয়ন অগ্রগতির মডেল মালদ্বীপ শ্রীলঙ্কা নেপাল পাকিস্তান পাশ্ববর্তী সকল দেশ কে ঋণদাতা দেশের তালিকায় নিয়ে যাবেন ইনশাআল্লাহ। জাতির জন্যে সমগ্র বিশ্বের কাছে গৌরবময় গৌরভ উজ্জল নতুন দিগন্তের বাংলাদেশের পরিচিতি হচ্ছে। বিশালাকার ভীশনারি নেতৃত্বের মাঝে নেতৃত্ব গুনে বিশ্বের প্রভাবশালী নেতাদের মাঝে আমাদের প্রধানমন্ত্রী দক্ষিণ এশিয়ার ক‍্যারিশম‍্যাটিক লিডারশিপ অভিনন্দন শুভেচ্ছা শ্রদ্ধা সালাম আর সালাম বিশ্বের মাঝেই বাংলাদেশ কে আত্মমর্যাদাশীল সম্মানজনক দেশের কাতারে নিয়ে যাওয়ার জন্যে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ