Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদের ইন্তেকালে সোশ্যাল মিডিয়ায় শোকের ছায়া

সোশ্যাল মিডিয়া ডেস্ক | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০২১, ৮:৪৬ পিএম | আপডেট : ৯:০৪ পিএম, ২৫ ডিসেম্বর, ২০২১

প্রবীন সাংবাদিক জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ (৭৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শনিবার (২৫ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বরেণ্য এই গণমাধ্যম ব্যক্তিত্বের মৃত্যুতে সর্বত্র নেমে এসেছে শোকের ছায়া। সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করছেন নেটিজেনরা।

জাতীয় প্রেস ক্লাবের বর্তমান সভাপতি ফরিদা ইয়াসমিন লিখেছেন, ‘জাতীয় প্রেস ক্লাবে চারবারের নির্বাচিত সাবেক সভাপতি রিয়াজউদ্দিন আহমেদ আমাদের প্রিয় রিয়াজ ভাই আর নেই। আজ দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তিনি আমাদের অভিভাবক ছিলেন। আমরা আবার একজন অভিভাবক হারালাম। আগামীকাল রবিবার সকাল ১১ টায় জাতীয় প্রেস ক্লাবে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।’

আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে মির্জা তারিকুল কাদের লিখেছেন, ‘খ্যাতিমান সাংবাদিক এবং একাধিক ইংরেজি জাতীয় দৈনিকের সাবেক সম্পাদক, জাতীয় প্রেস ক্লাব এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ আর নাই ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। তাঁর মৃত্যু সংবাদপত্র ও গণমাধ্যমের জন্য অপুরণীয় ক্ষতি। আল্লাহ যেন তাঁকে জান্নাতবাসী করেন.....’

স্মৃতিচারণ করে জ্যেষ্ঠ সাংবাদিক আনোয়ার সাদী লিখেছেন, ‘বিদায় রিয়াজ ভাই, জনাব রিয়াজউদ্দিন আহমেদ। অনেক টকশো করেছি আপনার সঙ্গে। অনেক বিষয়ে বিশ্লেষণ শুনেছি। আপনার কথা অনেক দিন মনে থাকবে।’

শোক জানিয়ে নুরুন্নবী সিদ্দিক সুইন লিখেছেন, ‘প্রখ্যাত সাংবাদিক, ফিনান্সিয়াল হেরাল্ড সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহে রাজেউন। বরেণ্য এ সাংবাদিকের মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। তার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন।’

মাসুম বিল্লাহ মাসুম লিখেছেন, ‘অবিভক্ত বিএফইউজের সাবেক সভাপতি ও মহাসচিব, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি, ফিন্যান্সিয়াল হেরাল্ড এডিটর, একুশে পদক প্রাপ্ত সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ রাজধানীর ইউনাইটেড হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন। আল্লাহ্ মরহুমকে ক্ষমা করুন এবং জান্নাতের উচ্চ মাকাম দান করুন।’

মাহমুদুল হাসান লিখেছেন, ‘একুশে পদকপ্রাপ্ত সিনিয়র সাংবাদিক, দ্য ফিনান্সিয়াল হেরাল্ডের সম্পাদক, ডিআরইউ এর প্রধান নির্বাচন কমিশনার, দক্ষ সংগঠক, বিএফইউজে'র সাবেক সভাপতি, জাতীয় প্রেসক্লাবের চারবারের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ আর নেই (ইন্নাইলাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। করোনা আক্রান্ত হয়ে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।’

উল্লেখ্য, রিয়াজউদ্দিন আহমেদ দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস এবং দ্য নিউজ টুডে পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি জাতীয় প্রেস ক্লাবের চারবারের নির্বাচিত প্রেসিডেন্ট এবং অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারি এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিলেন। সাংবাদিকতায় গৌরবময় অবদানের জন্য রিয়াজউদ্দিন আহমেদ ১৯৯৩ সালে একুশে পদক লাভ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ