Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন দল সুফিবাদি নাগরিক মজলিস-সুনাম এর আহ্বায়ক কমিটির অভিষেক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০২১, ৫:৩৪ পিএম

মহান মুক্তিযুদ্ধের চেতনা ও সুন্নি সুফি দর্শনে বিশ্বাসী প্রগতিশীল রাজনৈতিক সংগঠন সুফিবাদি নাগরিক মজলিস-সুনাম এর আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠান ২৫ ডিসেম্বর শনিবার সকাল ১১ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট প্রিন্সিপাল ড. মোহাম্মদ শাহ জালাল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ সুপ্রিম কার্টের সিনিয়র অ্যাডভোকেট ড. মুন্সী শাহজাহান।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সংগঠনের সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ হাবিবুর রহমান খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল মালিক, বীর মুক্তিযোদ্ধা মো. হুমায়ুন কবির, ঢাকা সাব এডিটরস কাউন্সিলের নির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ এবং আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম মেম্বার মো. এমদাদুল হক।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন শিক্ষাবিদ প্রিন্সিপাল মো. সেলিম ভূঁইয়া, শিল্পপতি জনাব মো. নিজাম উদ্দিন, ডা. মোহাম্মদ দেলোয়ার হোসেন, প্রথম শ্রেণির ঠিকাদার জনাব মোহাম্মদ মাহামুদুল হাছান, অ্যাডভোকেট মো. হাবিবুর রহমান বেপারী, অ্যাডভোকেট শিবলী নোমানী, অ্যাডভোকেট ফরিদ আহমদ খান, অ্যাডভোকেট সৈয়দা শারমিন, অ্যাডভোকেট মাহমুদা বেগম মিতা, অ্যাডভোকেট সালেমুন নাহার সূর্য্যি, অ্যাডভোকেট মোহাম্মদ মজিবুর রহমান, অ্যাডভোকেট মুর্শিদ উদ্দিন খান বাঈমান, আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত আল্লামা হারুনুর রশিদ রেজভী, পীরে তরিকত সৈয়দ মাহবুব আলম নুরী, নির্বাহী মহাসচিব মাওলানা আ ন ম মাসুদ হোসাইন আল ক্লাদেরী, সাংগঠনিক সচিব মাওলানা আব্দুল মতিন, আহলে সুন্নাত যুব পরিষদের চেয়ারম্যান ফিরোজ আলম খোকন, মাওলানা খোরশেদ আলম আল কাদেরী ও মাওলানা মিশকাত রেজা প্রমুখ।

সোনার মানুষ সোনার দেশ, সুফিবাদির বাংলাদেশ স্লোগান নিয়ে গত ১১ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের চেতনা ও সুন্নি সুফি দর্শনে বিশ্বাসী প্রগতিশীল এই রাজনৈতিক সংগঠন সুফিবাদি নাগরিক মজলিস-সুনাম আত্মপ্রকাশ করে। অনুষ্ঠান শেষে সকলের মাঝে সংগঠনের প্রকাশিত নতুন বছরের ক্যালেন্ডার বিতরণ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ