Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মানুষের ভাগ্য পরিবর্তন করবো, এটাই প্রতিজ্ঞা: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০২১, ১০:৩৩ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতাবিরোধী ও খুনিরা তৎপর রয়েছে, তৎপর থাকবে। তাদের ষড়যন্ত্রও চলতে থাকবে। কিন্তু এ ষড়যন্ত্র মোকাবিলা করেই আমাদের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। ইনশাল্লাহ, জাতির পিতা স্বপ্নের সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলব।

শুক্রবার (২৪ ডিসেম্বর) মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের নাগরিক সংবর্ধনায় ভিডিও কনফারেন্সিংয়ে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে মালদ্বীপের বিভিন্ন অঞ্চল থেকে প্রবাসী বাংলাদেশিরা ইস্কান্ধার স্কুল অডিটোরিয়ামে, মালে চাঁদনী মাগুতে সমবেত হন।

শেখ হাসিনা বলেন, বারবার আমাকে মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে। কতবার আমাকে বন্দি করা হয়েছে। এমনকি আমাকে ক্যান্টনমেন্টে ডিজিএফআইয়ের সেলেও নিয়ে গেছে ইন্টারোগেশন করার জন্য।

তিনি বলেন, আমি বঙ্গবন্ধুর মেয়ে, জাতির পিতার মেয়ে। আমি এসবে কখনো পাত্তা দিইনি, ভয় পাইনি। আমার সবসময় একটা দৃঢ় বিশ্বাস ছিল, যখন বেঁচে আছি, আল্লাহর একটা ইশারা। এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে আমি পারব। এটাই আমার প্রতিজ্ঞা।

জাতির পিতা সবসময় মানুষের খাদ্য, বস্ত্র, উন্নত জীবন নিশ্চিত করার ওপর গুরুত্ব দিতেন উল্লেখ করে বঙ্গবন্ধুকন্যা বলেন, আমার লক্ষ্য এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা। তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষার ব্যবস্থা করে একটা সুন্দর জীবন দেওয়া।

তিনি বলেন, এটুকু করতে পারাই হবে আমার সার্থকতা। আর এটুকু করতে পারলেই আমি মনে করি ষড়যন্ত্রকারীরা, যে খুনিরা আমার বাবাকে হত্যা করেছে বাংলাদেশের মানুষকে পদদলিত করে রাখার জন্য, তাদের উপযুক্ত জবাব আমি দিতে পারব।

’৭৫ এর বিয়োগান্তক অধ্যায় এবং এরপর ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করে জাতির পিতাকে হত্যার বিচারের পথ রহিত করায় তৎকালীন সামরিক শাসক জিয়াউর রহমানের পদক্ষেপ এবং ১৫ আগস্টের কালরাতে বিদেশে থাকায় বেঁচে যাওয়া তাদের দুই বোনকে (শেখ হাসিনা ও শেখ রেহানা) দেশে ফিরতে না দেওয়ায় ছয় বছর বিদেশে রিফিউজি জীবনযাপনে বাধ্য হবার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

অনেক প্রতিবন্ধকতা মোকাবিলা করে সরকার গঠনের পর ইনডেমনিটি অর্ডিন্যান্স রহিত করে জাতির পিতা হত্যার এবং একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার করলেও যারা ষড়যন্ত্রকারী তাদের ষড়যন্ত্র এখনও থেমে নেই বলেও তিনি উল্লেখ করেন।

প্রবাসীদের কল্যাণ করা আওয়ামী লীগ সরকারের দায়িত্ব উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিরা বর্তমানে যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছেন তা সমাধানে সরকার ব্যবস্থা নেবে।

তিনি বলেন, মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে আমি একটি সফল দ্বিপাক্ষিক আলোচনা করেছি। অনথিভুক্ত বাংলাদেশি শ্রমিকদের বৈধ করার বিষয়টি সংলাপে প্রাধান্য পেয়েছে।

এখানে অকস্মাৎ এসে পড়ায় যারা এখনো বৈধতা পাননি, তাদের বিষয়ে মালদ্বীপ সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের এমওইউ সইয়ের প্রসঙ্গও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশি প্রবাসীরা তাদের কষ্টার্জিত অর্থ সরাসরি মালদ্বীপের মুদ্রায় যাতে দেশে পাঠাতে পারেন সে ব্যবস্থাও নেব, যাতে তাদের লোকসানের মুখে পড়তে না হয়।

 



 

Show all comments
  • ম নাছিরউদ্দীন শাহ ২৫ ডিসেম্বর, ২০২১, ১:৪৭ পিএম says : 0
    বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী হয়েছে। বিশ্বেে বাংলাদেশের পরিচয় একটি আত্মমর্যাদাশীল সম্মানজনক স্বনামধন্য উন্নয়ন অগ্রগতি বাংলাদেশ এবং ৪১সালে বাংলাদেশ হবে উন্নয়নশীল অর্থনীতির পরাশক্তি। মাননীয় প্রধানমন্ত্রী আপনার ভীশনারি লিডারশিপের সুফল। বঙ্গবন্ধুর ক্ষুদা দারিদ্র্য মুক্তির সংগ্রামের স্বপ্নের বাংলাদেশ। আপনি বিশ্বের প্রভাবশালী নেতাদের মাঝেই একজন আপনিবিশ্ব মানবতার মা দক্ষিণএশিয়ারকারেশম‍্যাটিক বিচক্ষন নেতৃত্বে বাংলাদেশ আজ ঋণদাতা দেশের তালিকায় বহু আন্তর্জাতিক মর্যাদাবান পুরুস্কারে আপনি বাংলাদেশের মানুষ কে সম্মানিত করেছেন। পদ্ধাসেতু আপনার বিশালাকার ব‍্যাক্তিত্বের নেতৃত্বের এবং আন্তর্জাতিক সম্প্রদায় বিশ্ব ব‍্যাংক আইএমএফ দাতা সংস্থাগুলো বিরুদ্ধে কঠিন চ‍্যালেঞ্জের নাম। শান্তির পক্ষে পায়রা উড়িয়ে পার্বত্য চট্টগ্রামের শান্তি প্রতিষ্টার মানবতার মহান নেতাআপনি বার্মার সামরিক জান্তার ভয়ংকর নিষ্টুর গনহত‍্যার আগুনের লেলিহান শিখার চিত্রবিশ্ব গনমাধ‍্যমে মানুষ দেখেছিলেন। আপনি মানবতার মায়ের কন্টে সেদিনের অশ্রু সিক্ত নয়নে উদারতাই বলে ছিলেন প্রযোজনে একবেলা খাব। দশলক্ষ রোহিঙ্গাদের আশ্রয় দান। লক্ষ লক্ষ মানুষের জীবন বাচানোরজন‍্যে আন্তর্জাতিক সম্প্রদায় বিশ্বের বিবেকবান মানুষ শতভাগ আশাবাদী ছিল। বাংলাদেশের প্রধানমন্ত্রী শান্তির জন্যে মানবতার জন্যে। মানুষের জীবন বাচানোর জন্যে আন্তর্জাতিক সম্মান মর্যাদাবান পুরুস্কার। শান্তিতে নোবেলজয়ী হবেন। বিশ্ব সম্প্রদায় নরওয়ের নোবেল কমিটি বধির অন্ধ আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের ইশারায় হয়তো বঙ্গবন্ধুর কন‍্যাকে শান্তির পক্ষে প্রাইজ হবে বঞ্চিত করা হলো। ইত্যাদি ইত্যাদির কারণে। ইতিমধ্যে বাংলাদেশ গভীর ষড়যন্ত্রের ঝালে জড়িয়ে গেছেন। আন্তর্জাতিক মানবধিকার সংস্থাগুলো রিপোর্টের উপরে দেশের আইন শৃংখলা বাহিনীর উপর নিষেধাজ্ঞা। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রাপ্তরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্তরা বিদেশের মিশন রাষ্ট্রদূতরা সরকারের রাষ্ট্রের চরম ব‍্যর্থতার ফল রাষ্ট্রের আইন শৃংখলা বাহিনীর উপর নিষেধাজ্ঞা। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা আমেরিকার সাথে আগুনে ঘী ডেলে দেওয়ার মতই কথার যুদ্ধ ব‍্যাস্থ। ষড়যন্ত্রকারীরা চাচ্ছেন সরকার বেকায়দায় পড়ুক। দেশের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আসুক অথাৎ আন্তর্জাতিক কুটনৈতিক বুদ্ধিমর্থার পরিবর্তে মন্ত্রীরা এভাবেই কথা বলুক।ষড়যন্ত্রকারী সেটি চাচ্ছেন আপনি রাষ্ট্রের নির্বাহীপ্রধান আন্তর্জাতিক রাজনীতি কুটনৈতিক প্রজ্ঞা কুটনৈতিক আলোচনার বাহিরে আমেরিকার সাথ সামান্য তম বিরোধ করা যাবেন না। পৃথিবীতে আমেরিকার অপরাধ ভয়ংকর জাপানে পারমানবিক বোমা এই আমেরিকায় মেরে ছিল। মধ‍্যপ্রার্চে রক্তের সাগর আমেরিকার কারণে। ইসরাইল এর আমেরিকার মদদপুষ্ট হয়ে যখন তখন মধ‍্যপ্রার্চে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। গোটা পৃথিবীর অশান্তির কারণ আমেরিকা।মহাপরাক্রমশালী আল্লাহর বিচার শুরু হয়ে গেছে প্রতিদিনই হাজারো হাজার মানুষ অদৃশ্যশক্তি ভাইরাসের কারণে মরছে লক্ষলক্ষ আক্রান্ত হচ্ছে। পৃথিবীর মহাশক্তিধর রাষ্ট্রগুলোর চিত্র ভয়াবহ এটি কি শুধু শুধু হচ্ছে। জালেম দের বিরুদ্ধে আল্লাহর বিচার হচ্ছে। আপনি বাংলাদেশের গৌরবময় আত্মমর্যাদাবান প্রধানমন্ত্রী যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী বাংলাদেশের ইতিহাসের পাতায় আপনার নাম স্বর্নাঅক্ষরে লিপিবদ্ধ থাকবে বাংলাদেশের শক্তিশালী অর্থনীতি বিশ্ব দরবারে উন্নয়নশীল বাংলাদেশের প্রতিষ্টাত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনি। এই দেশের এই জাতির ভাগ‍্য পরিবর্তনের আপনার দিনরাত পরিশ্রম বাংলাদেশের মানুষ শ্রদ্ধার সাথে স্বরণ করে। দেশের লক্ষ কোটি মানুষের দোয়াই এগিয়ে যাও মা জননী। আপনার শারীরিক সুস্থতা দীর্ঘায়ু কামনা করছি মহান আল্লাহর দরবারে।আমিন আমিন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ