Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে আওয়ামী লীগের ওয়ার্ড সম্মেলন স্থগিত

নেপথ্যে আন্ত:কোন্দল-

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০২১, ১২:০৩ এএম

অবশেষে স্থগিত করা হয়েছে মহানগর আওয়ামী লীগের ওয়ার্ড সম্মেলন। ইউনিট সম্মেলনকে ঘিরে আন্ত:দলীয় কোন্দল বেড়ে যাওয়ায় আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ার্ড সম্মেলন স্থগিত করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন গত বুধবার রাতে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনকে মৌখিকভাবে সম্মেলন স্থগিত রাখতে বলেন। একই সঙ্গে ওয়ার্ডের ইউনিট সম্মেলন চলমান রাখতে বলা হয়েছে। সম্মেলন স্থগিত করে নগর ওয়ার্কিং কমিটির সভা আহ্বান করতে বলা হয়। আগামী ৮ জানুয়ারি ওয়ার্কিং কমিটির সভা আহ্বান করা হয়েছে বলে জানান দলের নেতারা। সেখানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে ইউনিট সম্মেলন শুরু হওয়ার পর বিভিন্ন ওয়ার্ডে পদ-পদবি নিয়ে বিরোধ দেখা দেয়। নানা অনিয়মেরও অভিযোগ ওঠে। চট্টলবীর মরহুম মহিউদ্দিন চৌধুরীর পুত্র নওফেল গ্রুপ ও নগর সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির গ্রুপের সমর্থকদের মধ্যে অপ্রীতিকর ঘটনাও ঘটে কয়েকটি এলাকায়। ১৬ নভেম্বর থেকে নগরীর ৪৩টি সাংগঠনিক ওয়ার্ডে ইউনিট সম্মেলন শুরু হয়। শুরুর দিনই দেওয়ানবাজার ওয়ার্ডের ক-ইউনিটে সম্মেলনে গোলযোগ হয়।
নওফেল অনুসারীদের দাওয়াত না দেয়ার অভিযোগে বিক্ষোভের মুখে সম্মেলন স্থগিত হয়। এরপর গত ২৫ নভেম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডের তিনটি ইউনিটে পাল্টাপাল্টি সম্মেলন করে দুই পক্ষ। সেখানে পাল্টাপাল্টি কমিটি হয়েছে। ১৩ ডিসেম্বর চান্দগাঁও ওয়ার্ডে ইউনিট সম্মেলন করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন নেতারা। নগর কমিটির সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদসহ কয়েকজন নেতাকে অবরুদ্ধ করে রাখেন একপক্ষের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। একইভাবে আরও অন্তত ১০টি ইউনিটে সম্মেলন নিয়ে সমস্যা হয়েছে। জানা গেছে, আন্ত:দলীয় কোন্দলের কারণেই ওয়ার্ড পর্যায়ে সম্মেলন স্থগিত রাখতে বলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ