Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

গুড নেইবারস বাংলাদেশের স্যামসাং ভিলেজ প্রজেক্টের সমাপনী অনুষ্ঠান

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০২১, ৭:০০ পিএম

শিক্ষা, স্বাস্থ্য ও শিশু অধিকার, নারী-যুব উন্নয়নসহ নানা স্বেচ্ছাসেবক কার্যক্রম পরিচালনা করে আসছে গুড নেইবারস বাংলাদেশ। ১৯৯৬ ইং সাল থেকে সুনামের সাথে সংস্থাটি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি। তারই প্রেক্ষাপটে গতকাল গুড নেইবারস বাংলাদেশের স্যামসাং ভিলেজ প্রজেক্টের সমাপনী অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম মাইন উদ্দীন মাইনুল, কান্ট্রি ডিরেক্টর গুড নেইবারস বাংলাদেশ; স্যামসাং সি এন্ড টি এর প্রতিনিধিবৃন্দ; ফারজানা শারমিন, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার; ওয়াহিদা বানু, নির্বাহী পরিচালক অপরাজেয় বাংলাদেশ; বিদ্যালয় ম্যানেজম্যান্ট কমিটি বিদ্যালয় শিক্ষকবৃন্দ, প্রজেক্ট ম্যানেজার জনাব মোঃ আরিফ হোসেন, স্যামসাং ভিলেজ প্রজেক্ট এবং গুড নেইবারস বাংলাদেশ এর কর্মকর্তাবৃন্দ।
স্যামসাং সি এন্ড টি এর প্রতিনিধিরা প্রজেক্টের কার্যক্রম দেখে এবং বিদ্যালয়ের শিক্ষকদের অনুভুতি শুনে অভিভূত হয়ে গুড নেইবারস বাংলাদেশকে ধন্যবাদ জানান।
মিরপুরের পল্লবী শিক্ষা থানাধীন চারটি বিদ্যালয় বঙ্গবন্ধু বিদ্যানিকেতন, সুলতান মোল্লা আদর্শ বিদ্যালয়, ইসলামিয়া হাইস্কুল এবং গুড নেইবারস মিরপুর স্কুলের শিক্ষার পরিবেশ উন্নয়নে নতুন ভবন নির্মান ও সংস্করন, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ, কো-কারিকুলাম কার্যক্রম, হেলথ চেকআপ ও স্বাস্থ্য উপকরণ, ডিজিটাল কøাস রুম নির্মান, বসার বেঞ্চ, লাইব্রেরী আলমারী, লাইব্রেরী টেবিল চেয়ার, হেলথ কর্ণারের জন্য মেডিকেল বেড, পার্টিশন, আলমারী, অভিভাবকদের বসার চেয়ার টেবিল, শিক্ষকদের বসার চেয়ার টেবিল, বিজ্ঞানাগারের জন্য আধুনিক আসবাবপত্র, সহ বিজ্ঞানাগারের ব্যবহারিক উপকরণ সহ নানা আধুনিক এবং উন্নতমানের আসবাবপত্র প্রদান করা হয়েছে। এছাড়া শিক্ষার্থী ও অভিভাবকদের শিক্ষা, স্বাস্থ্য ও শিশু অধিকার সচেতনতা বৃদ্ধির জন্য নানা কর্মসূচী গ্রহন করেছে।
মিরপুর পল্লবী থানা শিক্ষা অফিসার ফারজানা শারমিন বলেন, স্যামসাং প্রজেক্ট এর সাথে শুরু থেকে আছি। গুড নেইবারস এর কাজের গুনগত মান এবং তাদের কাজের প্রতি আন্তরিকতা আমায় মুগ্ধ করেছে। তাদের এই কার্যক্রম উত্তরোত্তর বৃদ্ধি পাবে এই আশাবাদ ব্যক্ত করেন।
স্যামসাং সি এন্ড টি এর প্রতিনিধিরা প্রজেক্টের কার্যক্রম দেখে এবং বিদ্যালয়ের শিক্ষকদের অনুভুতি শুনে অভিভূত হয়ে গুড নেইবারস বাংলাদেশকে ধন্যবাদ জানান।
গুড নেইবারস বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর এম মাঈনুদ্দীন মইনুল বলেন, এস ডি জি এর লক্ষ্য অর্জনে সরকারের পাশাপাশি গুড নেইবারস বাংলাদেশ নিরন্তর প্রচেষ্ঠা করে চলছে। শিশুদের শিক্ষার মান উন্নয়নে গুড নেইবারস বাংলাদেশ বদ্ধ পরিকর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ