Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাজেদার ‘বীরাঙ্গনা’ খেতাব বাতিলের প্রজ্ঞাপন স্থগিত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০২১, ১২:০০ এএম

‘বীরাঙ্গনা’ মাজেদার মুক্তিযোদ্ধা খেতাব বাতিলের প্রজ্ঞাপন স্থগিত করেছেন হাইকোর্ট। রিটের শুনানি শেষে গতকাল বুধবার বিচারপতি মামনুন রহমান এবং বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে প্রজ্ঞাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না- এই মর্মে রুল জারি করা হয়েছে। আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সাবরিনা জেরিন।

মুক্তিযুদ্ধে নির্যাতনের স্বীকার মাজেদা বেগম ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলার রাউতনগর গ্রামের মরহুম তসলিম উদ্দীনের স্ত্রী। সাবরিনা জেরিন জানান, মুক্তিযোদ্ধার স্বীকৃতি এবং বন্ধ হওয়া ভাতা ফেরত পেতে হাইকোর্টে রিট করেন মাজেদা। তিনি ‘বীরাঙ্গনা’ হিসেবে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়ে ৪ বছরের বেশি সময় সরকারি ভাতা ও সুযোগ-সুবিধা পেয়ে আসছিলেন।

রিটে উল্লেখ করা হয়, মুক্তিযুদ্ধের সময় নির্যাতনের স্বীকার ‘বীরাঙ্গনা’ মাজেদাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে ২০১৬ সালের ২১ জুলাই গেজেট প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। সেই থেকে তিনি প্রতি মাসে ভাতাসহ অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা পাচ্ছিলেন। তবে একই এলাকার মৃত দারাজ উদ্দিনের স্ত্রী আরেক মাজেদার আবেদনের পরিপ্রেক্ষিতে যাচাই-বাছাই ও শুনানির পর ২০২০ সালের ২০ অক্টোবর আরেকটি গেজেট জারি করা হয়। ওই গেজেটে মরহুম দারাজ উদ্দিনের স্ত্রী মাজেদাকেও ‘বীরাঙ্গনা’ ও ‘মুক্তিযোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেয়া হয়।

এর আগে ২০১৬ সালের গেজেটে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া মরহুম তসলিম উদ্দীনের স্ত্রী মাজেদার ভাতা ও সরকারি সুযোগ-সুবিধা বন্ধ হয়ে যায়। কেন মাজেদার ভাতা ও সরকারি সুযোগ-সুবিধা বন্ধ হলো তার যথাযথ কারণ জানতে চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। এর ধারাবাহিকতায় দায়ের করা হয় রিট।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ