Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতকে কাঁদিয়ে সাফের শিরোপা জয়ে প্রশংসায় ভাসছেন বাঘিনীরা

সোশ্যাল মিডিয়া ডেস্ক | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০২১, ১০:০৪ পিএম | আপডেট : ১০:২২ পিএম, ২২ ডিসেম্বর, ২০২১

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে প্রশংসায় ভাসছেন বাংলার বাঘিনীরা। মেয়েদের হাত দিয়ে বাংলাদেশে আরেকটা ট্রফি আসায় সামাজিক মাধ্যমে তাদের প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন ফুটবলপ্রেমীরা। সেই সাথে উল্লাসে মেতে ওঠে গোটা দেশ। যার ছাপ পড়ে নেট দুনিয়ায়।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বুধবার মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে ১-০ গোলে হারায় বাংলাদেশ। ফলে শিরোপার মুকুট এখন মারিয়া-মান্দাদের মাথায়। খেলার ৭৯ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় লাল-সবুজের প্রতিনিধিরা। মেয়েদের জয়ে উল্লাসে ফেটে পড়ে স্টেডিয়ামের দর্শকরা। সেই সাথে উল্লাসে মাতে পুরো বাংলাদেশ।

এরআগে ২০১৮ সালে অনূর্ধ্ব-১৮ বছর বয়সীদের নিয়ে হওয়া এই প্রতিযোগিতায় নেপালকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। সে হিসাবে মুকুট ধরে রাখার মিশনে ছোটনের দল।

সীমান্ত চৌধুরী ফেসবুকে বাঘিনীদের অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘‘বাংলাদেশে পুরুষদের চাইতে মহিলাদের সাফল্যের গাথা বেশি। মূলত যা তাদের দৃঢ় আত্মবিশ্বাসের এক নিদর্শন। অভিনন্দন জানাই তাদের। বাংলাদেশের পুরুষদের মেয়েদের কাছ থেকে অনেক কিছুই শিখার রয়েছে বলে মনে করি।’’

মাহির বিন রায়হান লিখেছেন, ‘‘প্রাণঢালা অভিনন্দন প্রিয় বোনদের। আমাদের সোনার ছেলেরা এখন পর্যন্ত কোন ট্রফি এনে দিতে পারেনি অথচ তাদের পিছনে কতটাকা ব্যয় হচ্ছে! ছেলেরা দুয়েকটা সিরিজ জিতলেই বাড়ি, গাড়ি বনে যায় অথচ আমার বোনদের জন্য তেমন কোন উল্লেখযোগ্য উপহার থাকে না। এই বোনদের হাত ধরে আমরা এশিয়া কাপ সহ অসংখ্য ট্রফি জিতেছি। মাননীয় প্রধানমন্ত্রীর উচিত এদের প্রাপ্য সম্মাননা ও পুরস্কার দেওয়া।’’

মেয়েদের জয়ে উচ্ছ্বসিত শাকিল হোসাইন লিখেছেন, ‘‘বাহ!!! অভিনন্দন। খেলা তো খেলাই। বার বার আমাদের ক্রিকেটে কেনো জিততে হবে? এই যে আমাদের বোনেরা জিতলো, এখানে মেধা আছে, শ্রম আছে, সঠিক পরিকল্পনাও আছে বলেই আমরা জিতেছি। তাই সবার এক ক্রিকেটের গন্ডি থেকে বেরিয়ে দেশের সব ধরনের টিমকে সাপোর্ট করা উচিত সমভাবে।’’

ওয়াহিদ নিনান লিখেছেন, ‘‘সত্যি অনেক গর্বের বিজয়। বাঘিনী বোনদের জন্য অনেক শুভেচ্ছা। এই দলটা অনেক ভালো খেলে। দলে দারুন একটা ইউনিটি আছে যা দলটার প্রধান শক্তি।’’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ