Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

নারী সহকর্মীর সঙ্গে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালকের অশ্লীল কথোপকথন ফাঁস: সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

সোশ্যাল মিডিয়া ডেস্ক | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০২১, ১০:০২ পিএম

নারী সহকর্মীদের সঙ্গে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবুল কুমার সাহার আপত্তিকর কথোপকথনের অডিও ফাঁস হয়েছে। এসব অডিওতে বাবুল কুমার সাহাকে তার অধস্তন নারী সহকর্মীর সাথে অত্যন্ত কুরুচিপূর্ণ কথাবার্তা ও অশ্লীল ইঙ্গিত দিতে শোনা গেছে।

জানা যায়, ওই কর্মকর্তা হরহামেশাই নারী সহকর্মীদের সঙ্গে কর্মস্থলে অশ্লীল ভাষায় কথা বলেন। যা অধস্তনদের বিব্রত করে। অবশ্য এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হন নি ভুক্তভোগীরা।

এদিকে গণমাধ্যমের পক্ষ থেকে নিজের অশ্লীল কথোপকথনের অডিও ক্লিপ সম্পর্কে জানতে চাইলে উত্তেজিত হয়ে যান মহাপরিচালক বাবুল কুমার সাহা। তিনি এ বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানান।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তোলপাড়। ওই কর্মকর্তা ও তার মত এমন আরও যারা আছে, তাদেরকে বরখাস্ত করে আইনের আওতায় এদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নেটিজেনরা।

এ বিষয়ে আনোয়ার হোসাইন সিদ্দিকী ফেইসবুকে লিখেছেন, ‘ধিক্কার জানাই। অতি দ্রুত আইনের আওতায় এনে তাকে কঠিন সাজা দেওয়া হোক।’

এমডি হেলাল হোসাইন লিখেছেন, ‘হাজার হাজার সরকারী কর্মকর্তা আছে, যারা যৌনতাকে লাগাম দিতে পারে না। এরা বিকৃত মানুষিকতার। এদের খুঁজে বের করে কঠোর শাস্তি দেয়া হোক।’

ক্ষোভ প্রকাশ করে সোহেল হোসাইন পারভেজ লিখেছেন, ‘দেশের অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানের মহাপরিচালক কুমার অথবা সাহা, আর এই কুমার এবং সাহারাই সরকারি প্রতিষ্ঠানগুলো চেটেপুটে খাচ্ছে। দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।’

জিম এম রাব্বানী লিখেছেন, ‘নেতা শুধু নয়, আমলাদেরও ফোন রেকর্ড ফাঁস হচ্ছে! দেশে এমন আরও অনেক ডা. মুরাদ ও বাবুল কুমার আছে!’

সরকারের প্রতি নীরা হকের আবেদন, ‘এরকম কিছু কর্মকর্তাদের কারণে মেয়েরা অফিসে নিরাপদের চাকরি করতে ভয় পায়। সরকারের কাছে করোজোরে আবেদন জানাচ্ছি, এদের মত আরও যারা আছে তাদেরকে খুঁজে বের করে মেয়েদের জন্য কর্মক্ষেত্রকে নিরাপদ করুন।’

সুমাইয়া আফরিন লিখেছেন, ‘অযোগ্যদের বড় পদ দিবেন আর যোগ্যরা চাকরি না পেয়ে হতাশ হবে...... যোগ্যদের এই হতাশা এক সময় অভিশাপ হয়ে জাতি ধংস হয়ে যাবে। তাই এসব কর্মকর্তাদের বাদ দিয়ে সৎ ও মেধাবী বেকারদের চাকরি দিন।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ