পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নারায়ণগঞ্জের ফতুল্লায় যৌতুকের দাবিতে গৃহবধূ নাজমা বেগমকে নির্যাতনের ঘটনায় স্বামী মো. রিপনকে গ্রেফতার করছে পুলিশ। গ্রেফতারকৃত রিপন ফতুল্লা থানার মাসদাইর বেকারির মোড় এলাকার মৃত সুবেদ আলীর পুত্র। গতকাল মঙ্গলবার দুপুরে তাকে ফতুল্লার মাসদাইর বেকারির মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়। এর আগে নির্যাতিত গৃহবধূর ছোট ভাই সোহেল বাদী হয়ে যৌতুকের দাবিতে তার বোনকে নির্যাতনের অভিযোগ এনে গ্রেফতারকৃত রিপনকে অভিযুক্ত করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলায় উল্লেখ করা হয়, ২২ বছর পূর্বে গ্রেফতারকৃত রিপনের সাথে বাদীর বড় বোন নাজমা বেগমের বিয়ে হয়। সংসারে ২টি ছেলে ও ১টি মেয়ে রয়েছে। প্রায় সময় গ্রেফতারকৃত রিপন যৌতুকের দাবিতে বাদীর বোনকে নির্যাতন করতো। এরই ধারাবাহিকতায় গত সোমবার রাতে গ্রেফতারকৃত রিপন যৌতুকের দাবিতে বাদীর বোনকে মারধর করে রক্তাক্ত জখম করে বাসা থেকে বের করে। ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান, নির্যাতিত গৃহবধূর ভাই মামলা দায়ের করেছে। অভিযুক্তকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।