Inqilab Logo

শনিবার, ০৮ জুন ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ০১ যিলহজ ১৪৪৫ হিজরী

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন উপভোগ করছে : ভুটানের রাজা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০২১, ১০:১৬ এএম

বাংলাদেশ সফলভাবে কোভিড-১৯ মহামারি মোকাবিলা করেছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে স্থিতিশীলতা ও উন্নয়ন অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন ভুটানের রাজা জিগমে সিংগে ওয়াংচুক। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, মুজিববর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে রাজার পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

শেখ হাসিনার কাছে পাঠানো সাম্প্রতিক চিঠিতে জিগমে সিংগে ওয়াংচুক বলেছেন, ‘আপনার বিজ্ঞ ও নিবেদিতপ্রাণ নেতৃত্বে বাংলাদেশ সফলভাবে কোভিড মহামারি মোকাবিলা করেছে এবং স্থিতিশীলতা ও উন্নয়ন অব্যাহত রেখেছে।’

ভুটানের চতুর্থ রাজা আরও বলেছেন, ‘মুজিববর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে আমার আন্তরিক অভিনন্দন এবং ‘‘তাশি ডেলেক’’ জানাতে চাই।’

‘বাংলাদেশ ও ভুটানের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও বিশেষ সম্পর্ক এবং বন্ধুত্ব প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার সরকার যে অবদান রেখেছে তার জন্য ভুটানের সরকার ও জনগণ আন্তরিকভাবে কৃতজ্ঞ’, বলেন রাজা জিগমে সিংগে ওয়াংচুক।



 

Show all comments
  • ম নাছিরউদ্দীন শাহ ২১ ডিসেম্বর, ২০২১, ২:১৫ পিএম says : 0
    বিশ্বের প্রভাবশালী নেতাদের একজন দক্ষিণ এশিয়ার বিচক্ষন নেতা নবদিগন্তের বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির প্রতিষ্টাতা ও ভীশনারি লিডারশিপ বাংলাদেশের। আত্মমর্যাদাশীর মর্যাদাবান বাংলাদেশের প্রধানমন্ত্রীর গৌরবময় সফরের যাত্রা পথের শুভেচ্ছা অভিনন্দন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ