Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরও ৩৯ রোগী হাসপাতালে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০২১, ১২:০০ এএম

রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে আরও ৩৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে দেশে চলতি বছরের ২০ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে ২৮ হাজার ২১৬ জনে দাঁড়িয়েছে।
গতকাল স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারও কন্ট্রোল রুমের ইনচার্জ এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (বিপিএম) ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে রাজধানীসহ সারাদেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রয়েছেন এমন রোগীর সংখ্যা ১৩৪ জন। এরমধ্যে সরকারি হাসপাতালে ৮৯ জন ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন ৩৯ রোগীর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৭ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ২২ জন রোগী ভর্তি হন। এর মধ্যে ঢাকায় সরকারি হাসপাতালে নয় জন ও বেসরকারি হাসপাতালে ভর্তি হন আট জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ বছরের ১ জানুয়ারি থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ২৮ হাজার ২১৬ জনে দাঁড়িয়েছে। এসময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৩ জন। হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ হাজার ৯৭৯ জন।
এ বছরের জানুয়ারিতে ৩২ জন, ফেব্রæয়ারিতে নয় জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিন জন , মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে দুই হাজার ২৮৬ জন, আগস্টে সাত হাজার ৬৯৮ জন, সেপ্টেম্বরে সাত হাজার ৮৪১ জন, অক্টোবরে পাঁচ হাজার ৪৫৮ জন, নভেম্বরে তিন হাজার ৫৬৭ জন এবং ২০ ডিসেম্বর পর্যন্ত রোগী ভর্তি হন ৯৯৪ জন। এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া ১০১ জনের মধ্যে জুলাই ১২ জন, আগস্টে ৩৪ জন, সেপ্টেম্বরে ২৩ জন, অক্টোবরে ২২ জন, নভেম্বর সাত জন এবং ২০ ডিসেম্বর পর্যন্ত পাঁচ জনের মৃত্যু হয়।

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবি সাবেক ভিপি-জিএস-এজিএসের
স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানিয়েছে ১৯৮০-৯০ দশকের বিভিন্ন কলেজ ছাত্র সংসদের ভিপি, জিএস ও এজিএসবৃন্দ। গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ কারাবাসের কারণে গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে মূমুর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। দেশের বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনসহ সকল শ্রেণী-পেশার মানুষের একটাই দাবি-বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে তাঁর উন্নত চিকিৎসা নিশ্চিত করা। কিন্তু গভীর দুঃখের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে, সরকারের পক্ষ থেকে বিদেশে বেগম জিয়ার সুচিকিৎসার এখন পর্যন্ত কোন ধরণের উদ্যোগ দেখা যাচ্ছে না।

তারা বলেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে-বর্তমান সরকার পরিকল্পিতভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিতে চাচ্ছে। এমতাবস্থায় ১৯৮০-৯০ দশকের বিভিন্ন কলেজের নির্বাচিত এক হাজার এক জন সাবেক ভিপি, জিএস ও এজিএসবৃন্দ যৌথ বিবৃতিতে দাবি জানাচ্ছে যে, অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে সুচিকিৎসার জন্য সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে। অন্যথায় দেশের জনগণকে সাথে নিয়ে দুর্বার গণআন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে বিদেশে সুচিকিৎসার দাবি আদায় করা হবে।
ঢাকা কলেজের সাবেক ভিপি ও বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপুর স্বাক্ষরে বিবৃতিদাতা অন্যরা হলেন- সাবেক ভিপিদের মধ্যে ঢাকা কলেজের মীর নেওয়াজ আলী, সরকারি তিতুমীর কলেজের এজিএম শামসুল হক, ইডেন কলেজের হেলেন জেরিন খান, তেজগাঁও কলেজের এসএম জাহাঙ্গীর হোসেন, বেগম বদরুন্নেসা কলেজের নেওয়াজী হালিমা আরলী, বিএম কলেজের মাহবুবুল হক নান্নু, রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের খন্দকার মাশুকুর রহমান, বগুড়া আজিজুল হক কলেজের খায়রুল বাশার, কবি নজরুল কলেজের আলী রেজাউর রহমান রিপন, বাংলা কলেজের শামীম পারভেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজের গোলাম হায়দার মুকুট, আবুজর গিফারী কলেজের আমিনুল হক আমিন, মিরপুর হোমিও কলেজের মো. আরিফুল হক, সুন্দরবন কলেজের তরিকুল ইসলাম জহির, সরকারি হাজী মহসিন কলেজের শহিদুল ইসলাম, ঢাকা কলেজের হারুন অর রশীদ, তিতুমীর কলেজের আব্দুল বাতেন নকী, ঢাকা কলেজের জেড মর্তুজা চৌধুরী তুলা, হরোগঙ্গা কলেজের রফিকুল ইসলাম মাসুম, তিতুমীর কলেজের মো. হানিফ, তেজগাঁও কলেজের আবু সুফিয়ান দুলাল, ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের মো. সোলেমান, তেজগাঁও কলেজের মো. শমসের আলম, কবি নজরুল কলেজের জাবেদ কামাল রুবেল। সাবেক জিএসদের মধ্যে- আবুজর গিফারী কলেজের মো. সাজ্জাদ জহির, ঢাকা কলেজের মো. জাকির হোসেন, তিতুমীর কলেজের আব্দুল কাদের বাবু, ঢাকা কলেজের জাবেদ আহমেদ, বদরুন্নেসা কলেজের শাহানা আক্তার শানু, আবুজর গিফারী কলেজের আবুল মনসুর আহমেদ, ইডেন কলেজের সাইমুম বেগম, তিতুমীর কলেজের জামাল হোসেন খান রিপন, বোরহানউদ্দিন কলেজের মো. মামুন, সোহরাওয়ার্দী কলেজের মোজাহারুল ইসলাম অপু, তেজগাঁও কলেজের আনিসুজ্জামান বিটু, বরিশাল বিএম কলেজের বিলকিস জাহান শিরিন, আবুজর গিফারী কলেজের আব্দুল মোনায়েম মুন্না, ঢাকা কলেজের মাজহারুল হক সোহাগ প্রমুখ।
আফগান জনগণের জন্য মানবিক সহায়তার ঘোষণা বাংলাদেশের

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আফগান জনগণের জন্য খাদ্য এবং ওষুধসহ মানবিক সহায়তা প্যাকেজের ঘোষণা দিয়েছে। গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন গত রোববার পাকিস্তানের ইসলামাবাদে আফগান পরিস্থিতি নিয়ে ওআইসি’র পররাষ্ট্র মন্ত্রীদের ১৭তম বিশেষ অধিবেশনে এ ঘোষণা দেন।
পররাষ্ট্র সচিবের নেতৃত্বে সউদী আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি, পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশী হাই কমিশনার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বিষয়ক মহাপরিচালকসহ একটি উচ্চ-পর্যায়ের প্রতিনিধি দল এই সম্মেলনে যোগ দিয়েছে।
মাসুদ বিন মোমেন গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, খাদ্য, আশ্রয় ও সমাজ সেবার ক্ষেত্রে ব্যাপক ঘাটতির কারণে আফগানিস্তানের জনগণের একটি বড় অংশ অর্থনৈতিক ও মানবিক সংকটে পড়তে পারে। শীত এলে এই সংকট আরো প্রকট আকার ধারণ করতে পারে।

তিনি আশা প্রকাশ করেন বলেন, আফগানিস্তানে অন্তর্ভূক্তিমূলক উন্নয়ন নির্বিঘেœ অব্যাহত থাকবে, যাতে করে সমাজের সর্বস্তরের মানুষ তাদের দেশের পুনর্গঠন প্রক্রিয়ায় কার্যকরভাবে অবদান রাখতে পারে এবং আঞ্চলিক স¤প্রীতি বজায় থাকে। মাসুদ বলেন, বাংলাদেশ আফগানিস্তানের উন্নয়ন প্রক্রিয়ায় অংশীদার হতে পারে। কারণ তার দেশ এ অঞ্চলের অভীন্ন সমৃদ্ধির লক্ষ্যে আঞ্চলিক সহযোগিতা বাড়াতে চায়। এই বিশেষ অধিবেশন আহŸান করায় ওআইসিকে অভিনন্দন জানিয়ে তিনি আফগান জনগণের প্রতি সহায়তার হাত প্রশস্ত করে তাদের পাশে দাঁড়াতে ওআইসিভুক্ত ও ওআইসি’র বাইরের দেশগুলোর নেতৃবৃন্দের প্রতি আহŸান জানান। বাংলাদেশ পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে তার সমর্থন পুনর্ব্যক্ত করেন। পররাষ্ট্র মন্ত্রীদের এই বিশেষ অধিবেশনের পর একটি সিনিয়র অফিশিয়ালস মিটিং অনুষ্ঠিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ