Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

আ.লীগের নতুন সম্পাদকমণ্ডলীর ২২ সদস্যের নাম ঘোষণা

প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের নতুন কার্যনির্বাহী কমিটির সম্পাদকমণ্ডলীর ২২ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে।

আজ মঙ্গলবার ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এসব সদস্যের নাম ঘোষণা করেন দলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

তিনজন সভাপতিমণ্ডলীর সদস্য, পাঁচজন সম্পাদক ও দুইজন উপসম্পাদক এবং ২৮ জন কার্যনির্বাহী সংসদের সদস্য পদ খালি রেখে এ কমিটি ঘোষণা করা হলো। গঠনতন্ত্র অনুযায়ী আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ হবে ৮১ সদস্যের। এর মধ্যে দলটির ২০তম জাতীয় সম্মেলনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ২১ জনের নাম ঘোষণা করা হয়। সম্পাদকমণ্ডলীর আরো ২২ সদস্যের নাম ঘোষণা করা হলো আজ।

এদিকে দলীয় একটি সূত্র জানায়, বাকি ৩৮ জনের মধ্যে আগামী শুক্রবার নবনির্বাচিত সভাপতিমণ্ডলীর প্রথম সভায় ২৮ জন কার্যনির্বাহী সংসদের সদস্য নির্বাচিত হবেন। আর পাঁচজন সম্পাদক ও দুইজন উপসম্পাদকসহ ১০ জনের নাম ঘোষণা করা হবে দুয়েক দিনের মধ্যেই।

আজ ঘোষিত কার্যনির্বাহী কমিটির সম্পাদকমণ্ডলীর ২২ সদস্য হলেন- আহমেদ হোসেন, বি এম মোজাম্মেল, মিসবাহ উদ্দিন সিরাজ, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, আবু সাঈদ আল মাহমুদ, খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম ও ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী।

এ ছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক টিপু মুনশি, আইন সম্পাদক আবদুল মতিন খসরু, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস।

ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, ধর্মবিষয়ক সম্পাদক শেখ আবদুল্লাহ, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরা, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন নাহার চাঁপা, শিল্প ও বাণিজ্য সম্পাদক আবদুছ ছাত্তার, শ্রম ও জনশক্তি সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক রোকেয়া।

সম্পাদকমণ্ডলীর ২২ সদস্যের নাম ঘোষণার পর সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, এ পর্যন্ত ঘোষিত সভাপতিমণ্ডলী ও সম্পাদকমণ্ডলীর সদস্যদের নিয়ে আজ মঙ্গলবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ