Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিজয়ের সুবর্ণজয়ন্তীতে রূপালী ব্যাংকে শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০২১, ৮:২১ পিএম

বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে রূপালী ব্যাংকে শিশু-কিশোরদের চিত্রাংকন, আবৃত্তি, দেশাত্মবোধক গান ও ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বঙ্গবন্ধু পরিষদ রূপালী ব্যাংকের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের ছেলে-মেয়েরা অংশগ্রহণ করে। গত বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স কক্ষে শিশু-কিশোরদের অংশগ্রহনে এ প্রতিযোগিতাসমূহ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক। এতে সভাপতিত্ব করেন ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ। এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর, মো. শওকত আলী খান ও খান ইকবাল হোসেন উপস্থিত ছিলেন। ব্যাংকের সকল জিএম, ডিজিএম, রূপালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সুজাত আলী জাকারিয়া ও সেক্রেটারি আল্লামা ইকবাল রানাসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তারাও এতে উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ