Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের নতুন কমিটি

সভাপতি ছায়েদুর রহমান, মহাসচিব রিয়াদ মতিন

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০২১, ৪:৩২ পিএম

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের (বিএমবিএ) আগামী ২০২২-২০২৩ সালের জন্য সভাপতি ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেডের চেয়ারম্যান মো. ছায়েদুর রহমান এবং মহাসচিব বিএমএসএল ইনভেস্টমেন্ট লি.-এর এমডি এন্ড সিইও মো. রিয়াদ মতিন নির্বাচিত হয়েছেন। নির্বাচন বোর্ডের দেয়া তফসিল অনুযায়ী নির্বাচন সংক্রান্ত সকল আনুষ্ঠানিকতা শেষে অন্যান্য সদস্যদের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ এ হাফিজ ২০২২-২০২৩ সালের জন্য নির্বাচিত কমিটির চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। শনিবার (১৮ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কার্যনির্বাহী কমিটিতে প্রথম সহ-সভাপতি আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লি.-এর প্রধান নির্বাহী কর্মর্কতা অসিত কুমার চক্রর্বতী, দ্বিতীয় সহ-সভাপতি আইডিএলসি ইনভেস্টমেন্টস লি.-এর সিএফএ ও ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান এবং কোষাধ্যক্ষ ইসলামি ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লি.-এর ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রহিম। এছাড়া কার্যনির্বাহী সদস্য সন্ধানী লাইফ ফাইন্যান্স লি.-এর এমডি এন্ড সিইও মুহাম্মদ নজরুল ইসলাম, এএএ ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লি.-এর মডি এন্ড সিইও মুহাম্মদ ওবায়দুর রহমান, এএফসি ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী মাহবুব এইচ মজুমদার, সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লি.এর ব্যবস্থাপনা পরিচালক মো. আবু বকর, বাংকো ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লি.-এর এমডি এন্ড সিইও মো. হামদুল ইসলাম, আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লি.-এর এমডি এন্ড সিইও নূর আহামেদ এবং এশিয়ান টাইর্গাস ক্যাপিটাল পাটর্নান্স ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালক মীর মাহফুজুর রহমান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ