Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সরকার গঠনের আহ্বান করলেন আ স ম রব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২১, ৮:৪০ পিএম

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, স্বাধীনতাকামী বাংলাদেশের মানুষের কাছে আমাদের দাবি, স্বৈরাচারী-অমানবিক সরকারের পতন ঘটিয়ে জাতীয় সরকার গঠন করা। বৃহস্পতিবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

আ স ম আবদুর রব বলেন, ক্ষমতাসীনরা সব লুটে নিয়েছে, স্বাধীন বাংলাদেশের যে মূল্যবোধ, তা লুণ্ঠন হয়েছে। আজ এর বিরুদ্ধে আগামীর বংশধরদের লড়াই করে জনগণের অধিকার, ক্ষমতা, মুক্তিযুদ্ধের শহীদদের অধিকার ফিরিয়ে আনতে হবে। জাতীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে।



 

Show all comments
  • মোহাম্মদ দলিলুর রহমান ১৬ ডিসেম্বর, ২০২১, ৯:৪৩ পিএম says : 0
    জনাব, রব সাহেব আপনি1990তে বলেছিলেন মতিঝিল সভায় যে এই দেশ 500শত পরিবারের হাতে চলে যাবে,আপনার কথাই আজ সত্য হয়ে গেছে এই দলীয় আমলাতান্ত্রিক চৌরাচার দলীয় সংসদীয় পদ্ধতি করে সব কিছু ধ্বংস হয়ে যাইতেছে,জরুরি সমস্ত বিরোধী দল আপনারা এক হয়ে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করে এই দলীয় আমলাতান্ত্রিক চৌরাচার দলীয় সংসদীয় পদ্ধতির সরকার কে পতন করিতে হবে।এক জন কে একজন বলে না উপায় নেই সেখ ফরিদ,এত এব জনগণের উপায় নেই।
    Total Reply(0) Reply
  • মোহাম্মদ দলিলুর রহমান ১৬ ডিসেম্বর, ২০২১, ১১:৫০ পিএম says : 0
    জরুরি বিজ্ঞপ্তি:=আগামী 1/1/2022ইং থেকে বাংলাদেশে রাষ্ট্র পতি পদ্ধতি চালু করা হবে,এবং 30/12/2021ইং শেষ হবে এক দলীয় চৌরাচার আমলাতান্ত্রিক দলীয় সংসদীয় পদ্ধতি ।বাংলাদেশ জিন্দাবাদ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ