Inqilab Logo

বুধবার, ২২ মে ২০২৪, ০৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কাপাসিয়ার লবলং খাল দখল-বাঁধ নির্মাণে স্থিতাবস্থা জারি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২১, ১২:১১ এএম

গাজীপুর জেলাধীন কাপাসিয়ার ‘লবলং খাল’ দখল, ভরাট, বাঁধ নির্মাণের ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে খাল সংরক্ষণে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না- এই মর্মে চার সপ্তাহের রুল জারি করেন।

‘হিউম্যান রাইটস অ্যান্ড পীস ফর বাংলাদেশ’র (এইচআরপিবি)র পক্ষে জনস্বার্থে রিট করা হলে শুনানি শেষে গতকাল বুধবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম এবং বিচারপতি মো. ইকবাল কবিরের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। আদেশের পাশাপাশি আদালত কাপাসিয়ার ইউএনওসহ সংশ্লিষ্ট ৬ জনকে কমপ্লায়েন্স রিপোর্ট দাখিলের নির্দেশ দেন। গাজীপুরের ডিসি এবং এসি (ল্যান্ড)কে সিএস-আর.এস.অনুসারে লবলং খালের প্রকৃত সীমানা নির্ধারণ করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়। রিটের পক্ষে শুনানি করেন সংস্থার প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ