Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনলাইন ব্যবস্থা চালু হলে ভ্যাট ফাঁকির সুযোগ থাকবে না

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০২১, ৭:০৩ পিএম

অনলাইন ব্যবস্থা চালু হলে আগামীতে ভ্যাট ফাঁকির কোনো সুযোগ থাকবে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মো. আব্দুল মান্নান পাটোয়ারী। তিনি বলেন, এখন যারা ভ্যাট ফাঁকি দিচ্ছেন তারা আগামীতে আর পারবেন না। প্রত্যেক প্রতিষ্ঠান এবং দোকানে নতুন ভ্যাট মেশিন বসানো হচ্ছে। তাই আপনি যাই কিনবেন সঙ্গে সঙ্গে তার ভ্যাট সার্ভারে যাবে। এই অনলাইন ব্যবস্থা চালু হলে তখন ভ্যাট ফাঁকি দেওয়ার সুযোগ থাকবে না।

আজ (বুধবার) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠান তিনি এসব কথা বলেন। ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ- ২০২১ উপলক্ষে প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আব্দুল মান্নান পাটোয়ারী বলেন, ভ্যাট আইনটি নতুনভাবে প্রচলিত হয়েছে, অনেক প্রতিষ্ঠানের এই আইন সম্পর্কে ধারনা নেই। তাই ইচ্ছাকৃত হোক, অনিচ্ছাকৃত হোক তারা বিষয়টি এড়িয়ে যাচ্ছে। তবে যখন অডিট করা হয় তখন ধরা পড়ে।

এসময় মূল্য সংযোজন করের (ভ্যাটের) পরিমাণ কমানো এবং এর হার কমানোর সুপারিশ করে তিনি বলেন, জরিমানার পরিমাণ বাড়াতে হবে। কিন্তু এটা পাঁচ কিংবা ১০ বছর পরে। তখন সবাই আইনটা বুঝে যাবে। আইনের প্রয়োগটা বুঝবে সবাই। আমি মনে করি প্রাথমিক ভাবে এই জিনিস গুলো বিবেচনায় আনা উচিৎ।

রাজস্ব বোর্ড মুশক পরামর্শদাতাদের প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, ভ্যাট আইনের বিষয়ে এখনো অনেক অস্পষ্টতা রয়ে গেছে। ব্যবসায়ীরা ব্যবসা করেন কিন্তু আইন কানুন সম্পর্কে ধারণা কম, তাই ভুল করেন। সেজন্য আপনারা যারা ভ্যাট নিয়ে কাজ করেন তাদের প্রয়োজনীয়তা উপলব্ধি করেই রাজস্ব বোর্ড মুশক পরামর্শের বিষয়টি আইনে নিয়ে আসছে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ ভ্যাট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মো. নূরুল আজহার, সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান, চাটার্ড সেক্রেটারি এম. নুরুল আলম প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ