Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিউ নরমাল পরিস্থিতিতে ভালো করতে হলে ক্রেতা-সরবরাহকারীদের সম্পর্ক সুগভীর হওয়া প্রয়োজন: বিজিএমইএ সভাপতি

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০২১, ৮:৩৮ পিএম

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান কোভিড-১৯ মহামারির কারনে সৃষ্ট ‘‘নিউ নরমাল” পরিস্থিতিতে বানিজ্যে ভালো করার জন্য টেকসই বানিজ্য ব্যবস্থা এবং ক্রেতা-সরবরাহকারীর সুগভীর সম্পর্কের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেছেন। “গভীর অংশীদারিত্ব আমাদের মধ্যে আরও স্পৃহা এবং জবাবদিহীতার সঞ্চার করে, যেটি কিনা ভবিষ্যতে শিল্পের যে কোন সংকট মোকাবেলায় আমাদেরকে সাহায্য করবে।” ফারুক হাসান আজ (মঙ্গলবার) “নিউ নরমাল” ব্যবসায়িক সুযোগ বিষয়ক ওয়েবিনারে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।

চায়না ডেইলি লিডারশীপ রাউন্ডটেবিল এবং এশিয়ার ২০টি দেশের ২৩টি জাতীয় গনমাধ্যমের একটি জোট, এশিয়ান নিউজ নেটওয়ার্ক, এই ইভেন্টর আয়োজন করে, যেখানে শীর্ষস্থানীয় আঞ্চলিক অর্থনীতিবিদগন এবং ব্যবসায়িক নেতৃবৃন্দ ২০২২ সালে ব্যবসার ক্ষেত্রগুলোতে প্রত্যাশিত প্রবৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

ওয়েবিনারে এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক, ম্যানিলা এর প্রধান অর্থনীতিবিদ আলবার্ট পার্ক মূল বক্তব্য প্রদান করেন। ওয়েবিনারে ব্যাংককের মাইনর হোটেলস এর সিইও দিলীপ রাজাকারিয়ার; জাকার্তার ইন্দোফুড এর পরিচালক অ্যাক্সটন সেলিম এবং কুয়ালালামপুরের দি স্টার মিডিয়া গ্রুপের সাবেক সিইও, ওং চুন ওয়াই প্যানেলিষ্ট হিসেবে অংশগ্রহন করেন। সেশনটি সঞ্চালনা করেন এশিয়া নিউজ নেটওয়ার্কের সম্পাদক পানা জানভিরোজ।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, বাংলাদেশের নিজস্ব সামর্থ্য ও সক্ষমতা বিকাশের জন্য ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পে স্থাপনের এখনই উপযুক্ত সময়।

“কোভিড-১৯ এর কারনে ব্যবসা-বানিজ্যে ব্যাপক অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। যেহেতেু আমরা গর্বের সাথে এলডিসি ক্যাটাগরি থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণ করেছি, তাই একটি শক্তিশালী এবং স্বয়ংসম্পূর্ন ব্যাকওয়ার্ড লিংকেজ খাত আমাদেরকে ইউরোপের বাজারে ডাবল ট্রান্সফরমেশন রুলস অব অরিজিন মেনে চলতে সহায়তা করবে।”

তিনি বলেন, কোভিড মহামারী ব্যবসায় নতুন সুযোগ, বিশেষ করে ভার্চুয়াল মার্কেটপ্লেস এবং অনলাইনভিত্তিক বিক্রয় সম্প্রসারণের মতো সুযোগ তৈরি করে দিয়েছে।

“ভার্চুয়াল মার্কেটপ্লেস আমাদের প্রবৃদ্ধির একটি বড় উৎস হতে পারে। তবে এর জন্য ব্র্যান্ড ও অন্যান্য স্টেকহোল্ডারদের আঞ্চলিক সহযোগিতার প্রয়োজন।”

বিজিএমইএ সভাপতি চতুর্থ শিল্প বিপ্লবের কারনে প্রযুক্তিগত পরিবর্তনগুলো মোকাবেলা করার জন্য শিল্পের সক্ষমতা বৃদ্ধি, এবং শ্রমিকদের দক্ষতা অর্জন ও দক্ষতার উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ