Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সক্ষমতা তৈরি ও নীতি সহায়তার উপর জোর বিজিএমইএ সভাপতির

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২১, ৮:৪৪ পিএম

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামাদি (পিপিই), সার্জারী গাউন, মাস্ক প্রভৃতি পণ্যগুলোর জন্য বিশ্বব্যাপী চাহিদা সৃষ্টির ফলে টেকনিক্যাল টেক্সটাইল উৎপাদনের যে সুযোগ তৈরি হয়েছে, তা কাজে লাগানোর জন্য পোশাক ও টেক্সটাইল শিল্পে সক্ষমতা বৃদ্ধি ও নীতি সহায়তার উপর জোর দিয়েছেন। আজ এক ওয়েবিনারে বক্তব্য প্রদানকালে তিনি এ বিষয়ে অভিমত প্রকাশ করেন।

বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভলপমেন্ট (বিল্ড), ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি) এবং ডেলয়েটের সহযোগিতায় আজ ওয়েবিনারটি আয়োজন করে। ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করেন মাননীয় বানিজ্যমন্ত্রী টিপু মুনশি।

ওয়েবিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বানিজ্য সচিব তপন কান্তি ঘোষ, আইএফসি’র ভারপ্রাপ্ত কান্ট্রি ম্যানেজার নুজহাত আনোয়ার এবং বিল্ড এর চেয়ারপারসন আবুল কাসেম খান প্রমুখ।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, “কোভিড পরবর্তী বাস্তবতায় পিপিই এর জন্য বিশ্বব্যাপী চাহিদা এবং ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে যে সুযোগ তৈরি হয়েছে, তা কাজে লাগানোর জন্য আমাদের যথেষ্ট সম্ভাবনা রয়েছে।”

তিনি আরও বলেন, “যেহেতু বিভিন্ন গ্রেডের পিপিইগুলোর জন্য, বিশেষ করে মেডিক্যাল গ্রেডের পিপিইগুলোর জন্য প্রযুক্তিগত এবং মানগত কমপ্লায়েন্সসমূহ কঠোরভাবে অনুসরণ করতে হয়, তাই এই বাজার ধরার জন্য আমাদের বিশেষ প্রস্তুতির প্রয়োজন, বিশেষভাবে দক্ষতা, প্রযুক্তিগত জ্ঞান এবং ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পে যথাযথ বিনিয়োগ আমাদের প্রয়োজন”।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ