Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রেষ্ঠত্বের পুরস্কার জিতল বাংলাদেশ ফাইন্যান্স

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০২১, ৯:০৫ পিএম

সাফল্যের ধারাবাহিকতায় এবার ‘আর্থিক সেবা খাতে’ শ্রেষ্ঠত্বের পুরস্কার জিতে নিলো বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড। ২০২০ সালে সেরা আর্থিক প্রতিবেদন প্রকাশের স্বীকৃতিস্বরুপ বাংলাদেশ ফাইন্যান্সকে এ স্বীকৃতি দিয়েছে ইন্সটিটিউট অব চার্টার্ড একাউন্টেন্টস অব বাংলাদেশ।

আজ (শনিবার) সন্ধ্যায় রাজধানীর এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ১৫টি ক্যাটাগরিতে মোট ৩১টি প্রতিষ্ঠান ও সংস্থাকে এ পুরস্কার দেয়া হয়। ‘আর্থিক সেবা খাতে’ বাংলাদেশ ফাইন্যান্স দ্বিতীয় স্থান অর্জন করেছে; এ খাতে প্রথম হয়েছে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড আর তৃতীয় পুরস্কার পেয়েছে ডেল্টা ব্রাক হাউজিং। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির হাত থেকে বাংলাদেশ ফাইন্যান্সের পক্ষে দ্বিতীয় সেরার পুরস্কার নেন প্রতিষ্ঠানটির পরিচালক ইকবাল ইউ আহমেদ এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কায়সার হামিদ।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সচিব শেখ মো. সেলিম উল্লাহ, বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, আইসিএবি’র সভাপতি মাহমুদুল হাসান খসরু এফসিএসহ অন্যরা। পুরস্কারপ্রাপ্ত তালিকায় আরও রয়েছে- সরকারি ব্যাংক খাতে জনতা ও রুপালী ব্যাংক লিমিটেড, বেসরকারী ব্যাংক ক্যাটাগরীতে শাহ্জালাল ইসলামী- ব্যাংক এশিয়া ও ব্রাক ব্যাংক লিমিটেড, ম্যানুফ্যাকচারিং খাতে বৃটিশ-আমেরিকান টোব্যাকো- আরএকে সিরামিকস ও রেকিট ব্যাংকেজিয়ার, ইন্স্যুরেন্স খাতে গ্রীণ ডেল্টা-রিল্যায়েন্স ও প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি, ডাইভারসিফায়েড হোল্ডিংস খাতে এসিআই লিমিটেড, কমিউনিকেশন ও আইটি খাতে গ্রামীন ফোন লিমিটেড, পাবলিক সেক্টরে ইনভেস্টমেন্ট করপোরেশন ও ইনফ্রাস্ট্রাকচার ডেভলপমেন্ট কোম্পানি, এনজিওতে সাজিদা ফাউন্ডেশন-ব্রাক ও ঘাসফুল, সার্ভিস সেক্টরে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট, কৃষিতে গোল্ডেন হার্ভেস্ট এগ্রো, করপোরেট গভর্নেন্সে ব্যাংক এশিয়া-লঙ্কাবাংলা ফাইন্যান্স ও শাহ্জালাল ইসলামী ব্যাংক, বিদ্যুৎ ও জ্বালানী খাতে সামিট পাওয়ার এবং অবকাঠামো ও নির্মাণ খাতে পুরস্কৃত হয়েছে ইস্টার্ন হাউজিং লিমিটেড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ