Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভেটেরিনারি ভার্সিটিতে অমিক্রন শনাক্তকারী কিট

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০২১, ১২:০২ এএম

করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রন শনাক্তের জন্য কিট এনেছে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)। গতকাল বুধবার সিভাসুর মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ভিসি গৌতম বুদ্ধ দাশ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ১০০ কিট আনা হয়েছে, যা দিয়ে অমিক্রন কি না, তা পরীক্ষা করা যাবে। অমিক্রন সন্দেহে কোনো রোগী পাওয়া গেলে চিকিৎসকেরা নমুনা এখানে পাঠাতে পারবেন। প্রসঙ্গত, করোনা শুরুর পর গত বছরের জুন থেকে সিভাসুতে নিয়মিত করোনার নমুনা পরীক্ষা হচ্ছে। এছাড়া করোনা নিয়ে বেশ কয়েকটি গবেষণাও করেছেন এ বিশ^বিদ্যালয়ের শিক্ষকরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ