Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আওয়ামী লীগ ব্যবসাবান্ধব সরকার : প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০২১, ১২:০১ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ব্যবসা বান্ধব সরকার। আওয়ামী লীগ ব্যবসা করতে আসেনি, আত্ম-কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বেসরকারি খাত উন্মুক্ত করে দিয়েছে। ব্যবসায়ীরা যেন ব্যবসা করতে পারেন সেজন্য সকল সুযোগ সুবিধা দিচ্ছি। তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার প্রস্তুত। এজন্য ব্যবসায়ীদেরও প্রস্তুতি নিতে হবে। দেশের মানুষের ভাগ্যোন্নয়নে সরকারের পাশাপাশি ব্যবসায়ীদেরও কাজ করার আহবান জানান প্রধানমন্ত্রী।

গতকাল রাজধানীর হাতিরঝিলে ‘বিজয়ের ৫০ বছর: লাল সবুজের মহোৎসব’ উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে প্রধানমন্ত্রী ভাচুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন। এতে আরো উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, এফবিসিসিআইয়েল সভাপতি জসিম উদ্দিন, সাবেক এফবিসিসিআইয়ের সভাপতি একে আজাদ, ঢাকা-১০ আসনের এমপি শফিউল আলম মহিউদ্দিন প্রমুখ।

প্রধানমন্ত্রী আরো বলেন, আমরা এখন উন্নয়নশীল দেশ। উন্নয়নশীল দেশ হিসেবে চ্যালেঞ্জ মোকাবেলা করেই আমাদের এগিয়ে যেতে হবে। দেশের মানুষের জন্য কাজ করতে হবে। মানুষের ক্রয় ক্ষমতা বাড়লে ব্যবসাও বাড়বে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ