Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম এর মৃত্যুতে বাংলাদেশ মহিলা পরিষদের শোক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০২১, ৩:৫৪ পিএম

ভাষা বিজ্ঞানী, লেখক, গবেষক, ভাষা আন্দোলনের নেতা, মুক্তিযোদ্ধা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম নজরুল অধ্যাপক এবং নজরুল গবেষণা কেন্দ্রের প্রথম পরিচালক, জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম এর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংগঠনটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শোক প্রকাশ করে বাংলাদেশ মহিলা পরিষদ।

শোক বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলামের মৃত্যুতে বাংলাদেশ একজন অভিভাবককে হারালো। বাংলাদেশ মহিলা পরিষদ এই বরেণ্য ব্যক্তিত্বের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছে এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করছে।

উল্লেখ্য, অধ্যাপক রফিকুল ইসলাম নজরুল গবেষক, বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া শিক্ষা, সাহিত্য ও গবেষনায় অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকে ভূষিত হন



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ