Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

মাইলস্টোনে মাসব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

প্রেস বিজ্ঞপ্তি : | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০২১, ১২:০১ এএম

রাজধানীর উত্তরা মডেল টাউনে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হচ্ছে মাসব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। নিয়মিত শ্রেণি শিক্ষার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের মনোদৈহিক বিকাশের জন্য প্রতি বছর শিক্ষাবর্ষের শেষদিকে এসে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এ ধরনের আনন্দময় আয়োজন নিয়মিতভাবে করে আসছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়িস্থ স্থায়ী ক্যাম্পাসের সুবিশাল মাঠে অনুষ্ঠিত এই নান্দনিক আয়োজন চলবে মধ্য ডিসেম্ভর পর্যন্ত। মাইলস্টোনে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের জন্য আনন্দময় এই আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব.), মাইলস্টোন কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোস্তফা কামালউদ্দিন ভুইয়া (অব.) এর দিক-নির্দেশনায় অনুষ্ঠিত ছাত্র-ছাত্রীদের দক্ষতা উন্নয়নে মাসব্যাপী এই বর্ণিল আয়োজনের সকল দিক তত্তাবধান করছেন মেইন ক্যাম্পাসের অধ্যক্ষ প্রফেসর মো. সহিদুল ইসলাম। মাসব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার এই আনন্দময় বার্ষিক আয়োজনে প্রশাসনিক ও অন্যান্য বিষয়ে সার্বিক সহযোগিতা ও সাফল্য অর্জনের অগ্রদূত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক কর্মকর্তা মো. মাসুদ আলম



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ