পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
বাংলাদেশে নিযুক্ত কসোভো’র রাষ্ট্রদূত গুনার উরেয়া আজ (বুধবার) গুলশানস্থ পিআর অফিসে বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। বিজিএমইএ এর সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম এ সময় উপস্থিত ছিলেন। সভায় তারা দ্বি-পাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের সম্ভাব্য ক্ষেত্রগুলো এবং বিনিয়োগ, বিশেষ করে পোশাক এবং টেক্সটাইলখাতে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
রাষ্ট্রদূত তার বক্তব্যে বাংলাদেশের সহযোগিতায় দু’দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারনের বিষয়ে কসোভোর আগ্রহ ব্যক্ত করেন। তিনি কসোভো’তে বিনিয়োগ ও যৌথ উদ্যোগের সুযোগগুলো অন্বেষনের জন্য বাংলাদেশী ব্যবসায়ীদেরকে কসোভো’তে আমন্ত্রণ জানান। বিজিএমইএ সভাপতি ফারুক হাসান কসোভো’র রাস্ট্রদূতকে বিজিএমইএ পরিদর্শনের জন্য ধন্যবাদ জানান এবং বাংলাদেশ থেকে পোশাক ক্রয় করার জন্য আহবান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।