পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মশক নিয়ন্ত্রণে আধুনিক যন্ত্রপাতি প্রশিক্ষিত জনবল নিয়ে সজ্জিত হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। মশক নিয়ন্ত্রণে সমন্বিত লড়াইয়ের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি প্রয়োজনীয় আধুনিক সরঞ্জাম, পর্যাপ্ত মানসম্মত কীটনাশক এবং প্রয়োজনীয় প্রশিক্ষিত জনবল দিয়ে সজ্জিত করা হচ্ছে। ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস নগর ভবনে তার কার্যালয়ে বাসসকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন।
তিনি বলেন, গত বছরের ১৬ মে করোনা ও ডেঙ্গু মহামারির মধ্যে দায়িত্ব গ্রহণের পর আমি প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মশার উপদ্রব নিয়ন্ত্রণে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি এবং এর জন্য সামগ্রিক কর্মপরিকল্পনায় রদবদল এনেছি। রদবদলকৃত কর্মপরিকল্পনা অনুসারে ডিএসসিসি তার আওতাধীন ৭৫টি ওয়ার্ডে সারা বছর দৈনিক ভিত্তিতে সু-সমন্বিত কার্যক্রম শুরু করেছে। কর্মপরিকল্পনা অনুযায়ী ডিএসসিসিকে প্রয়োজনীয় প্রশিক্ষিত জনবল, আধুনিক মেশিনারিজ এবং পর্যাপ্ত ভালোমানের কীটনাশক সংগ্রহের ব্যবস্থা করা হচ্ছে। সময়োপযোগী ও তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের ফলে আমরা সফলতা পেয়েছি।
ব্যারিস্টার তাপস বলেন, মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার পর আমাদের এই বছরব্যাপী সমন্বিত মশক নিয়ন্ত্রণ কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে এডাল্টিসাইডিং কর্মকাণ্ডে ৩৭৫টি নতুন ফগার মেশিন, লার্ভিসাইডিং কর্মকাণ্ডে ৪০০ নতুন হ্যান্ডস্প্রে মেশিন এবং কিউলেক্স মশক নিয়ন্ত্রণ কাজে ব্যবহারের জন্য ২৫টি নতুন হুইল-ব্যারো মেশিন ক্রয় করেছি। বর্তমানে তা ৩৭-এ দাঁড়িয়েছে। তিনি বলেন, বড় বড় জলাশয়ে কিউলেক্স মশা নিয়ন্ত্রণে হুইলব্যারো মেশিন ব্যবহার করা হচ্ছে।
তিনি বলেন, সিটি কর্পোরেশনের ইতিহাসে ডিএসসিসি প্রথমবারের মতো স্থায়ীভাবে কীটনাশক নিয়ন্ত্রণ কর্মকর্তা নিয়োগ দিয়েছে। দীর্ঘদিন ধরে শূন্য থাকা কয়েকটি পদের বিপরীতে তারা ৪ জন সহকারী স্বাস্থ্য কর্মকর্তা নিয়োগ দিয়েছেন। ৭৫টি ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম পরিচালনার জন্য সুনির্দিষ্ট জনবল নিয়োগের কার্যক্রম চলছে। বর্তমানে প্রতি ওয়ার্ডে ৭জন মশক কর্মী সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত লার্ভিসাইডিং কার্যক্রম এবং বেলা আড়াইটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রতি ওয়ার্ডে ৬ জন মশক কর্মী ১২টি ফগার মেশিন দিয়ে এডাল্টিসাইডিং কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি প্রতিটি ওয়ার্ডেই মশক সুপারভাইজার নিয়োগ করেছি। বর্তমানে প্রতি ওয়ার্ডে ১৪ জন করে ৭৫টি ওয়ার্ডে মোট ১ হাজার ৫০ জন কর্মী লার্ভিসাইডিং, এডাল্টিসাইডিং এবং তদারকি ও সমন্বয় কার্যক্রম বাস্তবায়ন করছে।
ব্যারিস্টার তাপস বলেন, কিউলেক্স মশক নিয়ন্ত্রণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করার আগে মশক কর্মী ও সুপারভাইজারদের জন্য প্রথমবারের মতো মৌলিক প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। কারণ এডিস মশকের প্রজননস্থল আর কিউলেক্স মশকের উৎসস্থল সম্পূর্ণ আলাদা। সে বাধা দূরীকরণে আমরা এই মৌলিক প্রশিক্ষণের ব্যবস্থা করছি। আগামী দিনে এই প্রশিক্ষণ নিয়মিতভাবে চালু রাখব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।