Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুগদায় অগ্নিকান্ডের ঘটনায় দগ্ধ মা-ছেলের মৃত্যু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০২১, ১২:০১ এএম

 রাজধানীর মুগদায় অগ্নিকান্ডেরদগ্ধ মা-ছেলের মৃত্যু হয়েছে। তারা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ছিলেন। গতকাল ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এই তথ্য জানিয়েছেন।

মৃতরা হচ্ছেন মা প্রিয়াঙ্কা বাড়ৈ (৩০) ও ছেলে অরূপ (৫)। তাদের শরীরের ৭২ ও ৬৭ শতাংশ দগ্ধ ছিল। প্রিয়াঙ্কা’র চাচা স্বপন বাড়ৈ জানান, গত সোমবার রাতে প্রিয়াঙ্কা এবং গতকাল সকালে অরূপ মারা যায়। মৃত প্রিয়াঙ্কা শরিয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুরের শুধাংশুর স্ত্রী। অরূপ তাদের ছেলে। এ ঘটনায় শুধাংশু এবং সেফালি নামে আরও একজন চিকিৎসাধীন।

প্রিয়াঙ্কা তার ছেলেকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে তার বাবার বাড়ি মুগদায় বেড়াতে এসেছিলেন। সেখানে সোমবার অগ্নিকাÐের ঘটনা ঘটে। এতে চারজন দগ্ধ হন।

বিচারকদের গাড়ি হস্তান্তর করলেন আইনমন্ত্রী
স্টাফ রিপোর্টার : বিচার বিভাগকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা করে দিতে চায়। এ কথা বলেছেন আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, মানুষ যাতে ন্যায্য বিচার পায় এবং বিচারকরা সঠিকভাবে বিচারকাজ করতে পারেন। গতকাল মঙ্গলবার ঢাকার আব্দুল গনি রোডস্থ নিবন্ধন অধিদপ্তর প্রাঙ্গণে বিচারকদের গাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী।

এসময় মন্ত্রী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনাল, মানব পাচার ট্রাইব্যুনাল, সাইবার ট্রাইব্যুনাল ও চীফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকদের ব্যবহারের জন্য ২৭টি কার এবং দু’টি মাইক্রোবাসের চাবি হস্তান্তর করেন। ১২ কোটি ১৩ লাখ ৭৪ হাজার ৫শ’ টাকা ব্যয়ে এসব গাড়ি কেনা হয়। আইনমন্ত্রী আরও বলেন, আমরা দেখেছি বিচার বিভাগের বিচারকেরা রিকশা বা বেবি ট্যাক্সি করে কিংবা মাইক্রোবাসে করে চলাফেরা করতেন। সেই অবস্থা পরিবর্তন করার জন্য সব জেলা জজদের গাড়ি দেয়া হয়েছে। এরপর অতিরিক্ত জেলা জজদের গাড়ি দেয়া হয়েছে।

তিনি বলেন, ২০০৭ সালের ১ নভেম্বর নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ সম্পূর্ণভাবে পৃথকীকরণ করা হয়। এই পৃথকীরণের কারণে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসি আলাদা হয়ে যায় এবং বিচার বিভাগে ভৌত অবকাঠামো সম্পূর্ণভাবে পুনর্বিন্যস্ত করতে হয়। তিনি বলেন, সরকার বিশ্বাস করে বিচার বিভাগের জন্য সঠিকভাবে অবকাঠামো বিন্যস্ত করা গেলে বিচারকদের স্বাধীনভাবে বিচার করার ভিত্তি তৈরি হবে। এ কারণেই বিচার বিভাগের অবকাঠামো তৈরির ওপর জোর দেয়া হয়েছে। ৬৪টি জেলায় ১০তলা বিশিষ্ট নতুন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি ভবন নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ প্রকল্পের আওতায় ইতিমধ্যে ৩০টি জেলায় ম্যাজিস্ট্রেসি ভবন উদ্বোধন করা হয়েছে। বাকি কিছু আছে যেগুলো শিগগিরই উদ্বোধন করা হবে। এ সময় আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারোয়ার, যুগ্ম সচিব বিকাশ কুমার সাহাসহ মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


##



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ