Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আল্লামা গোলাম সারোয়ার সাঈদী (রহ) স্মরণে দোয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২১, ১২:০১ এএম

প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা হযরত মাওলানা মো. গোলাম সারোয়ার সাঈদী (রহ) এর প্রথম ওফাত দিবস উপলক্ষে আড়াইবাড়ী হাক্কানীয়া ও সাইয়্যেদা সূরাইয়া নূরানী মাদরাসার পক্ষ হতে সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরষ্কার বিতরণের আয়োজন করা হয়। মরহুম গোলাম সারোয়ার বড় ছেলে হাফেজ শাফাকাত মোহাম্মদ গোলাম সোবহানী সাঈদী'র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডা. মহিউদ্দিন উসমানী, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সদস্য মো. মোশাররাফ হোসেন ইকবাল, আড়াইবাড়ী ইসলামিয়া সাইদীয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল শেখ মোহাম্মদ কামাল উদ্দিন, উপাধ্যক্ষ ড. সাঈদ মোহাম্মদ ফারুক, কাউন্সিলর আবু সাঈদ, কসবা উপজেলা, শ্রীপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবু ইউসুফ প্রমুখ।

এ সময় মাদরাসা ছাত্রদের উদ্যোগে কোরআন তিলাওয়াত, ইসলামী সঙ্গীত, আযান, উপস্থিত বক্তৃতা ও বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা আল্লামা মরহুম গোলাম সারোয়ার সাঈদী (রহ) এর কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন। শেষে দোয়ামুনাজাত এবং তাবারক বিতরণের মাধ্যমে সমাপ্ত করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ