Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্বিতীয় মেয়াদে সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পেলেন মসিউল হক

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০২১, ৮:১৮ পিএম

মসিউল হক চৌধুরীকে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দ্বিতীয় মেয়াদে নিয়োগ দিয়েছে কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদ। বাংলাদেশ ব্যাংক এই নিয়োগ অনুমোদন করেছে। পরবর্তী ৩ বছরের জন্য মসিউল হকের দ্বিতীয় মেয়াদ ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

কমিউনিটি ব্যাংকের প্রতিষ্ঠালগ্ন থেকেই মসিউল হক চৌধুরী ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০১৯ সালের সেপ্টেম্বরে বাণিজ্যিক কার্যক্রম শুরুর পর থেকে তার নেতৃত্বে কমিউনিটি ব্যাংক ১৮টি শাখা, ১৬৫টি নিজস্ব এটিএম/সিআরএম, ২৪ ঘন্টা কল সেন্টার ও ১১০টি সার্ভিস ডেস্ক নিয়ে দেশের ৬৪টি জেলায় নিরবচ্ছিন্ন সেবা প্রদান করে আসছে।

সূচনালগ্ন থেকে ব্যাংকটি 'ডিজিটাল-ফার্স্ট' নীতিতে সেবা প্রদানের লক্ষ্যে কমিউনিটি ক্যাশ মোবাইল অ্যাপ এবং এটিএম ও সার্ভিস ডেস্কের সমন্বয়ে অল্টারনেট ডেলিভারি চ্যানেলকে শক্তিশালী করার দিকে জোর দেয়। যার ফলে, ব্যাংকের ৯৯ শতাংশ লেনদেন বর্তমানে অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেলের মাধ্যমে প্রদান করা সম্ভব হয়েছে।

এছাড়াও কমিউনিটি ব্যাংকের গ্রাহকদের একটি উল্লেখযোগ্য অংশ এই ব্যাংকের মাধ্যমে প্রথমবারের মতো প্রাতিষ্ঠানিক ব্যাংকিং সেবা গ্রহণ করছে যার মধ্যে ৭২ শতাংশেরও বেশি এখন সক্রিয়ভাবে ব্যাংকিং লেনদেনে মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করছে, যা বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে একটি অনন্য উদাহরণ।

কমিউনিটি ব্যাংক তার কাজের স্বীকৃতিস্বরূপ পরপর ২ বছর (২০২০ এবং ২০২১ সাল) বিভিন্ন ক্যাটাগরীতে আন্তর্জাতিক ইনফোসিস-ফিন্যাকল ইনোভেশন অ্যাওয়ার্ড অর্জন করেছে।

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়া মসিউল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার্স শেষ করে ১৯৯২ সালে আমেরিকান এক্সপ্রেস ব্যাংকে তার কর্মজীবন শুরু করে। তার ৩০ বছরের বর্ণিল কর্মজীবনে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, সিটিব্যাংক এন এ, আইপিডিসিসহ দেশ বিদেশের বিভিন্ন স্বনামধন্য আর্থিক প্রতিষ্ঠানে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।

একজন ওমেগা সার্টিফাইড ক্রেডিট প্রফেশনাল হিসেবে মসিউল হক চৌধুরী হোলসেল ব্যাংকিং, রিটেইল ব্যাংকিং, স্ট্র্যাকচার্ড ও সিন্ডিকেশন ফাইন্যান্সিং, ক্রেডিট, ট্রেড, এসএমই, অপারেশন্স এবং প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং এ ব্যাপক অভিজ্ঞতাসম্পন্ন বলে জানা যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ