পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
গোরুর গোবর খেলে শরীর-মন সুস্থ থাকে। এটা কোনও গো-পূজারীর বক্তব্য নয়, শিশু চিকিৎসকের দাবি। শুধু মৌখিক দাবি নয়, ক্যামেরার সামনে অবলীলায় গোবর খেয়েও নিলেন এমবিবিএস, এমডি ডিগ্রিধারী ওই শিশু চিকিৎসক। চিকিৎসকের অবলীলায় গোবর খাওয়ার ঘটনা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। নেটিজেনদের ট্রোলের মুখেও পড়েছেন ওই চিকিৎসক।
জানা গিয়েছে, গোবর খেয়ে রাতারাতি বিখ্যাত হওয়া ওই শিশু চিকিৎসকের নাম মনোজ মিত্তল। হরিয়ানার কার্নালের বাসিন্দা মনোজ মিত্তল এলাকার এক প্রখ্যাত শিশু চিকিৎসক। তার এমবিবিএস, এমডি ডিগ্রিও রয়েছে। সম্প্রতি তার গোবর খাওয়ার ভিডিও টুইটারে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, একটি গোশালায় বসে রয়েছেন মনোজ মিত্তল। সেখানে বসেই তিনি গোবর হাতে নিয়ে অবলীলায় মুখে পুড়ে খাচ্ছেন। তারপর পঞ্চগব্য সহ গোবর খাওয়ার উপকারিতা ব্যাখ্যা করে চিকিৎসক বলেন, ‘মন এবং আত্মা পরিশুদ্ধ করার ক্ষমতা রয়েছে গোবরের। এটা (গোবর) যদি একবার সিস্টেমের মধ্যে ঢোকে, সম্পূর্ণভাবে শরীর পরিশুদ্ধ করে দেয়।’ একইসঙ্গে শিশু চিকিৎসক জানান, তার মা যখন উপবাসে থাকতেন, সর্বদা তিনি এটা (গোবর) খেতেন।
উল্লেখ্য, গোরু নিয়ে ভারতে রাজনৈতিক নেতাদের অত্যুৎসাহী হওয়ার ঘটনা নেহাত কম নয়। গোরুকে গো-মাতা তকমা দিয়ে হিন্দু তাস খেলা শুরু করেছেন এক শ্রেণির রাজনৈতিক নেতারা। যাদের মধ্যে কেউ গোরুর দুধে সোনা দেখছেন তো কেউ গোমূত্র ও গোবর দিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করার দাবি জানিয়েছেন। আবার গোমূত্র পান করলে ও গোবর খেলে করোনা সেড়ে যায় বা করোনা হয় না বলেও দাবি তুলেছেন বিজেপি ও আরএসএস-ঘনিষ্ঠ নেতারা। তবে গোবর নিয়ে কোনও চিকিৎসকের শরীর, মন সুস্থ থাকার বার্তা এটাই প্রথম। সূত্র : টিওআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।