পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর উত্তরায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন মো. মহিউদ্দিন আহমেদ নামের এক প্রেস মালিক। গতকাল দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বিকাল ৪টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
অজ্ঞান পার্টির খপ্পরে পড়া প্রেস মালিকের ভাই মো. শাহাদাত হোসেন বলেন, তিনি উত্তরার ১ নম্বর সেক্টরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। তিনি যে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন সেটা তিনি বুঝতে পারেন। পরে তিনি একজন পথচারীকে হাসপাতালে নিয়ে যেতে বলেন। সেখানে গিয়ে তিনি জ্ঞান হারান। আমরা খবর পেয়ে তাকে ঢামেক হাসপাতালে আনি। এ সময় চিকিৎসকরা তার পাকস্থলী পরিষ্কার করে মিডফোর্ড হাসপাতালে রেফার্ড করেন।
তিনি আরও জানান, তার কাছ থেকে অজ্ঞান পার্টির সদস্যরা কিছু নিতে পারেনি। উত্তরার গাউসুল আজম মার্কেটে তার একটি প্রেস আছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।