পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকার যে আচরণ করছে তা অমানবিক ও অগ্রহণযোগ্য। এটা একটা খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকেল ৩টায় ধানমন্ডির সুগন্ধা কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণ ধানমন্ডী থানাধীন ১৫ নং ওয়ার্ড বিএনপি’র কর্মীসভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবদুস সালাম বলেন, কোন সুস্থ ও বিবেকবান মানুষ একজন অসুস্থ সম্মানিত ও বয়ো:জেষ্ঠ্য মানুষের সাথে এরকম আচরণ করতে পারেন না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের জনগণের আবেগের প্রতীক, এই আবেগের জায়গায় নাড়া দিলে জনগণ এর দাঁতভাঙ্গা জবাব দিবে।
ওয়ার্ড কমিটি সমূহ পুণর্গঠন কল্পে গঠিত সাংগঠনিক টীম-৪ এর প্রধান মোশাররফ হোসেন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য সচিব রফিকুল আলম মজনু। বিশেষ অতিথি ছিলেন-বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি।
বক্তব্য রাখেন-মহানগর বিএনপি নেতা সিরাজুল ইসলাম সিরাজ, কে এম জোবায়ের এজাজ, আবদুল আজিজ, আবুল খায়ের লিটনসহ মহানগর ও স্থানীয় নেতৃবৃন্দ।
রফিকুল আলম মজনু বলেন, আগামী দিনে রাজপথে দেশ ও জনগণের পক্ষে কথা বলা ও গণদুশমনদের প্রতিরোধ করে গণতান্ত্রিক ও জনবান্ধব বাংলাদেশ প্রতিষ্ঠায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপিকে মূখ্য ভূমিকা রাখতে হবে। এজন্য প্রতিটি ওয়ার্ডে সংগ্রামী ও ত্যাগী নেতাকর্মীদের সংগঠিত করে ওয়ার্ড কমিটি গঠন করা হবে। রাজপথে আন্দোলন-সংগ্রামে কোন প্রকার অবহেলা বরদাশত করা হবে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।