Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইনকিলাবে সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসকের পরিদর্শন

এস. কে সাত্তার, ঝিনাইগাতী (শেরপুর) থেকে : | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০২১, ১২:০১ এএম

ঝিনাইগাতীর মহারশী নদীর পানি নালিতাবাড়ি উপজেলায় নিয়ে যাওয়ার পাঁয়তারা’ শিরোনামে অতি সম্প্রতি দৈনিক ইনকিলাবে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হবার পর জেলা প্রশাসন নড়েচড়ে বসেছে। এলাকাবাসী ও ‘জান দেবেতো পানি দেবো না’ সিদ্ধান্তে অত্যন্ত শক্ত অবস্থান নিয়েছে। এদিকে, বিষয়টির শান্তিপুর্ণ সমাধানের জন্য গতকাল এক জরুরি সভার আহŸান করেন ঝিনাইগাতী উপজেলা প্রশাসন। উক্ত জরুরি সভা উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার ফারুক-আল-মাসুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুরের জেলা প্রশাসক মোমিনুর রশীদ। সভায় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ এসএমএ ওয়ারেজ নাইমসহ অন্যান্য বক্তারা ঝিনাইগাতী উপজেলার চাহিদা না মিটিয়ে কোন অবস্থাতেই নালিতাবাড়ীতে পাইপ লাইনের মাধ্যমে পানি দেয়া যাবে না বলে কঠোর মত প্রকাশ করেন।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসক মোমিনুর রশীদসহ উপস্থিত সকলেই নির্মাণাধীন পাইপলাইন পরিদর্শনে উপজেলার হলদীগ্রামের জিরো পয়েন্টে যান এবং সরেজমিনে পরিদর্শন করেন। সেই সাথে আগামী ২০ নভেম্বর বিকালে রাবারড্যাম সংলগ্ন এলাকায় স্থানীয় সংসদ সদস্য আলহাজ প্রকৌশলী একেএম ফজলুল হক এর উপস্থিতিতে সভার আহŸান করা হয়। উক্ত সভার মাধ্যমেই এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ