পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মানবতার মা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সেভ দ্য রোড দাবি জানিয়েছে, ভর্তুকি দিয়ে ভাড়া ও তেলের দাম কমানোর জন্য। করোনাকালে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার ও ভর্তুকি দিয়ে জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে প্রতিবেদন পাঠ ও সমাবেশে সেভ দ্য রোড নেতৃবৃন্দ এই দাবি জানান।
আকাশ-সড়ক- রেল ও নৌপথ দুর্ঘটনামুক্ত-সচেতনতা ও মালিক-শ্রমিক-সাধারণ মানুষের অধিকার রক্ষায় একমাত্র স্বেচ্ছাসেবি সংগঠন সেভ দ্য রোড-এর আয়োজনে ১১ নভেম্বর বেলা ১১ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন সেভ দ্য রোডের চেয়ারম্যান ও সোনাগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেড এম কামরুল আনাম। প্রতিষ্ঠাতা ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মোমিন মেহেদীর সঞ্চালনায় এতে লিখিত প্রতিবেদন পাঠ করেন সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আনজুমান আরা শিল্পী, এ্যাড. আমিনা সরোয়ার, সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম, সাবেরি চৌধুরী প্রমুখ।
প্রতিবেদনে বলা হয়, হাজারো সমস্যায় আক্রান্ত হচ্ছেন নিন্মবিত্ত-মধ্যবিত্ত মানুষেরা। কিন্তু কথায় কথায় আমরা যে বন্ধুদেশের উদাহরণ নিয়ে আসি, সেই ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় মঙ্গলবার ডিজেলের দাম ছিল প্রতি লিটার ১০৪ রুপি। সর্বশেষ বিনিময় মূল্যে (প্রতি রুপি ১.১৬ টাকা) রূপান্তর করলে বাংলাদেশি মুদ্রায় তা দাঁড়ায় ১২০ টাকা। বাংলাদেশে ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়ানোর পরে হয়েছে ৮০ টাকা। পশ্চিমবঙ্গে ডিজেল কিনতে হলে গুনতে হয় এর চেয়েও লিটারে ৪০ টাকা বেশি। তবে ডিজেলের দাম বেশি হলেও পশ্চিমবঙ্গে বাস ভাড়া বাংলাদেশের চেয়েও কম।
তারা বলেন, বাংলাদেশে দ্রুত সময়ের মধ্যে গণপরিবহন ভাড়া ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যহার করতে হবে। তা না হলে দেশের মানুষ সহায়-সম্বল হারিয়ে-অর্থনৈতিক ধ্বসের মুখে পরে পথে এসে দাঁড়াবে। যা রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়ে মানবতার মা খ্যাত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের কাছে কোনভাবেই কাম্য নয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।